বলিউড (Bollywood) অভিনেতা জয়কিষাণ কাকুভাই শ্রফ ওরফে ‘জ্যাকি শ্রফ’ (jackie shroff) এই ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সুপরিচিত নাম। তামিল, বাংলা, মারাঠি, তেলেগু, ইংরেজি, কান্নাডা, পাঞ্জাবি, ওড়িয়া, গুজরাটি, কোঙ্কানি, সহ প্রায় ১৩ টি বিভিন্ন ভাষায় দুই শতাধিকেরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। বহুমুখী এই শিল্পী নিজের বলিষ্ঠ অভিনয় দিয়ে বারবার দর্শকদের মন জিতেছেন। তিনি নায়কের চরিত্রে যেরকম পারদর্শী ততটাই সাবলীল খলনায়কের চরিত্রেও। এযাবৎ বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের।
জ্যাকি শ্রফ ১৯৮২ সালে দেব আনন্দের ছবি স্বামী দাদাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু করেন। এরপর ১৯৮৩ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘হিরো’ তার জীবনে মাইলস্টোন এনে দেয়। ব্যাপকভাবে হিট হয় এই ছবিটি। রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এছাড়াও যুদ্ধ, তেরি মেহেরবানিয়া, কর্ম, জবাব হাম দেঙ্গে, কাশ, রাম লিখন, পারিন্দা, সওদাগর, খলনায়ক, সীমান্ত, বন্ধন, শরণার্থী, মিশন কাশ্মীর, ফর্জ, ইয়াদেইন, লজ্জা, দেবদাস-এর মতো অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। দীর্ঘ দিন চলচ্চিত্রে কাজ করে প্রচুর নাম টাকা (Indian Rupees) খ্যাতি অর্জন করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে প্রায় ১৯০ কোটিরও বেশি সম্পত্তির মালিক জ্যাকি শ্রফ।তবে শুধুমাত্র বলিউডের থেকেই আয় করেন না তারা, সিনেমা ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন এবং শো থেকেও বিপুল অর্জন হয় তাদের।
কিন্তু ভাগ্য চিরদিন এতটা সহায় থাকেনি তার। কেরিয়ারের একদম শুরুর কথা উঠলে বলাই যায় যে, এই অভিনেতা চলচ্চিত্রে যোগ দেওয়ার আগে অনেক সংগ্রাম করেছেন। এমনকি জীবনের দীর্ঘ তেত্রিশ বছর একটি ছোট একচালার বাড়িতে কাটিয়েছেন। খুব ছোট থেকেই তার জীবন কষ্টে ভরপুর তাই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে অনেক কঠিন দিন দেখেছেন তিনি। এরপর বলিউডে এসে দিনরাত পরিশ্রম করে তিনি আজকের এই অবস্থান অর্জন করেছেন।
এক সাক্ষাত্কারে জ্যাকি শ্রফ নিজের কথা বলতে গিয়ে তিনি জানান যে, তার মা চুড়ি ও শাড়ি বিক্রি করতেন যাতে তার শিক্ষা ও লালন পালনে কোনো কমতি না থাকে। যদিও বর্তমানে সবকিছুই ঠিকঠাক রয়েছে। পরবর্তীকালে তিনি তার প্রেমিকা আয়েশা দত্তকে বিয়ে করেন। আর বর্তমানে তাদের একটি ছেলেও রয়েছে, যার নাম টাইগার শ্রফ। জীবনের শুরুতে অনেক দুঃখ কষ্টর দিন দেখলেও অভিনেতা এখন তার জীবনকে খুব বিলাসবহুলভাবেই পরিচালনা করেন।
প্রসঙ্গত মুম্বাইতে তার একটি বিলাসবহুল বাংলো রয়েছে। এছাড়া অনেক লাক্সারি গাড়িও রয়েছে তার সংগ্রহে। এই মুহূর্তে তার গ্যারাজের শোভাবর্ধন করে দাঁড়িয়ে আছে BMW M Five, Bentley Continental GT, Toyota Innova, Jaguar SS100 এর মতো দামি সব গাড়ি। বর্তমানে সারা দেশে অভিনেতা জ্যাকি শ্রফের একটি বিশাল বড় ফ্যান ফলোয়িং রয়েছে। তবে এখন তাকে আর চলচ্চিত্রে তেমন দেখা না গেলেও বিভিন্ন রিয়েলিটি শো তে বিচারকের ভূমিকায় থাকেন তিনি।