নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। সম্প্রতি ভারতীয় রেলের সফরে গতি এনেছে দেশের সেমী বুলেট ট্রেন ‘বন্দে ভারত’ (Vande Bharat)। তবে এবার বন্দে ভারত এক্সপ্রেসকেও ছাপিয়ে গিয়ে ভারতীয় রেল পরিবহন ব্যবস্থায় কার্যত ঝড় তুলেছে অন্য একটি দ্রুতগতির ট্রেন। প্রসঙ্গত বন্দে ভারত আসার আগে থেকেই ভারতীয় রেলের অত্যন্ত দ্রুত গতির দুটি ট্রেনের তালিকায় প্রথমেই নাম আসে ‘রাজধানী’ এবং শতাব্দী এক্সপ্রেসের।
অনেকেই জানেন রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের থেকে কিছুটা হলেও ভাড়া বেশি বন্দে ভারতের। কিন্তু জানলে অবাক হবেন আমাদের দেশে আরও একটি ট্রেন রয়েছে যা সুবিধা এবং গতি উভয় দিক থেকেই টেক্কা দেবে বন্দে ভারত এক্সপ্রেসকে। তাই অনেকে এই ট্রেনকে ‘আধুনিক পুষ্পক’ বলেও অভিহিত করেন।
বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় এই ট্রেনের খরচ অনেক কম। তবে খরচ কম হলেও সুবিধা পাওয়া যায় বন্দে ভারত এক্সপ্রেসের মতোই। কি ভাবছেন সেই ট্রেনের নাম কি? আসলে এখানে কথা হচ্ছে আমাদের দেশের প্রথম অঞ্চলিক ট্রেন RAPIDX সম্পর্কে। ‘রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম’। ভারতীয় রেলের এই উদ্যোগের নাম ‘রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম’।
এই ট্রেনটি এনসিআর এবং গাজিয়াবাদের মধ্যে চলে। এই হাই স্পিড RAPIDX ট্রেনটি দিল্লি থেকে মিরাট পর্যন্ত ছোটে। এই ট্রেনের গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। যেখানে বন্দে ভারতে এক্সপ্রেসের গতি প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার। তাই বোঝাই যাচ্ছে গতির দিক দিয়েও এই ট্রেন এগিয়ে বন্দে ভারত এক্সপ্রেস থেকে।
আরও পড়ুন: গরমের ছুটিতে রেলের নতুন উপহার! দিঘা যাওয়া আরও সহজ হল পর্যটকদের
প্রসঙ্গত বন্দে ভারত এক্সপ্রেস দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চললেও এই আঞ্চলিক ট্রেনের স্টেশন গুলির স্টপেজ পরে অনেক কাছাকাছি। আর তাই এক্ষেত্রে ভাড়াও অনেকটা কম হয়ে থাকে। জানা যায় RAPIDX ট্রেনের ন্যূনতম ভাড়া কুড়ি টাকা। আর সর্বোচ্চ ভাড়া ৯০ টাকা। তবে এই ট্রেনে চললে যাত্রীরা সমস্ত রকমের রাজকীয় পরিষেবা উপভোগ করতে পারবেন। সম্পূর্ণ এসি এই ট্রেনে রয়েছে মহিলাদের জন্য আলাদা কোচ। রয়েছে লাগেজ রাখার অনেক জায়গা।