নিউজশর্ট ডেস্কঃ Dona Gangly Dance School Diksha Manjari Fees: সৌরভ গাঙ্গুলীকে(Sourav Ganguly) যেমন এক ডাকে সকলেই চেনে, তেমনি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর(Dona Ganguly) খ্যাতি চারিদিকে। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিসি নৃত্যশিল্পী। তার নাচে মুগ্ধ হয়ে যান সকলে। দেশ কিংবা বিদেশ তার নাচের অনুষ্ঠানে ভিড় জমে দর্শকদের। অনেকেই আছেন ডোনার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরীতে নিজের সন্তানকে ভর্তি করাতে চান।
তবে অনেকেই মনে করেন এই স্কুলের খরচ হয়তো অনেকটাই বেশি কিংবা অনেকেই এই স্কুলের খরচ কত সে সম্পর্কে জানেন না। আজকে এই প্রতিবেদনে ডোনার নাচের স্কুলের সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো। অনেকেই ভাবেন এই স্কুলে নাচের খরচ নিশ্চয়ই আকাশছোঁয়া হবে কিন্তু আদতে এমন নয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যাতে এই স্কুলে এসে নাচ শিখতে পারেন সেভাবেই এখানে বেতন ঠিক করা হয়েছে।
সম্প্রতি ডোনা গাঙ্গুলি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন। একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের সময় ডোনা বলেন, দীক্ষা মঞ্জুরীতে ভর্তির সময় ১০০০ টাকা দিতে হয়। প্রত্যেক মাসের বেতন হলো ৬০০ টাকা। আগে মাসিক বেতন আরো কম ছিল। তবে সম্প্রতি সেটি বাড়িয়ে ৬০০ করা হয়েছে। এর পাশাপাশি এটাও জানা গিয়েছে অনলাইন ব্যাচে ভর্তির জন্য আলাদা করে কোন ফি নেওয়া হয় না।
দীক্ষা মঞ্জুরী সঙ্গে যুক্ত রঘুনাথ দাস এর আগে এখানে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছিলেন। একটি নামী সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন যে প্রত্যেক মাসে প্রথম দিকে অর্থাৎ প্রথম সপ্তাহে নতুন ছাত্র-ছাত্রীদের দীক্ষা মঞ্জুরীতে এডমিশন করানো হয়। কখন কখন ক্লাস হয়? রঘুনাথ বাবু জানিয়েছিলেন, শনিবার বিকেল এবং রবিবার সকালে ক্লাস করানো হয়। সকাল সাড়ে এগারোটা থেকে বিগেইনার্সদের ক্লাস শুরু হয়। আর বিকেল সাড়ে ছটার পরবর্তী ব্যাচের ক্লাস হয়।
যদি অনলাইন ক্লাসে কেউ ভর্তি হতে চায় তাহলে +৯১-৭০০৩৬৬৭৮০৪ নম্বরে ফোন করলে অথবা হোয়্যাটসঅ্যাপ করলে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বলে দেওয়া হয়। প্রসঙ্গত, খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এখনো পর্যন্ত জানা গিয়েছে দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।