পুরো জীবনে প্রকৃত সঙ্গী এই দুজন, গীতায় যা বলেছেন ভগবান কৃষ্ণ

নিউজশর্ট ডেস্কঃ ভারতের হিন্দুধর্মের মানুষদের কাছে গীতার প্রাধান্য অনেক। এই গীতা সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ। এই শ্রীমদ্ভাগবত গীতা(Bhagwat Geeta) পাঠ করলে অনেক পুণ্য হয়। এই গীতাকে ঈশ্বরের গানও বলা হয়। মহাভারত যুদ্ধের সময় শ্রীমদ্ভাগবত গীতা ভগবান কৃষ্ণের(Srikrishna Geeta Gyan) উপদেশের বর্ণনা করে, যা তিনি অর্জুনকে দিয়েছিলেন। সঠিকভাবে গীতা পাঠ করলে এই গীতার মূল্যবান বাণী মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায়।

জীবনের ধর্ম, কর্ম, উচিত কাজ, সমস্ত কিছুর শিক্ষা দেয় এই গীতা। যে মানুষ তার জীবনের সমস্ত কাজ গীতাকে অনুসরণ করে চলে তার কখনোই অসুবিধা হয় না। এই গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত সঙ্গী মাত্র দুইজন। কারা জানেন? একটি হলো আমাদের নিজস্ব কর্ম এবং অন্যটি হলো ঈশ্বর। বাকি সবাই এখানেই মিলিত হয়েছে আবার এখানেই আলাদা হয়ে যাবে।

গীতায় এটাও বলা হয়েছে, প্রত্যেকটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে অন্যতম সত্য হলো মৃত্যু। যে ব্যক্তি জন্ম নিয়েছে, তাকে একদিন মরতে হবে। এটাই নিয়ম। মানুষের কখনই মৃত্যুকে ভয় করা একদম উচিত নয়। এই মৃত্যু মানুষের জীবনের একটি অবিচ্ছিন্ন সত্য। জীবন থেকে মৃত্যু ভয় দূর করে রাখা উচিত।

Avatar

Papiya Paul

X