নিউজশর্ট ডেস্কঃ মিতা চ্যাটার্জী(Mita Chatterjee), নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী(Music Artist) ছিলেন তিনি। সেই সময় দূরদর্শনে প্রায়ই তাঁর গানের অনুষ্ঠান চলত। প্রচুর হিট গান তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন। তার সবথেকে জনপ্রিয় হিট গান ‘পালকিতে বউ চলে যায়’। যে কোন বিয়ের অনুষ্ঠান হোক বা সামাজিক অনুষ্ঠান সবেতেই এই গান সুপারহিট।
কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই গানটি যখন প্রথম রিলিজ করা হয় তখন সেভাবে জনপ্রিয়তা পায়নি। দ্বিতীয়বার নতুন করে রিলিজ করলে তা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। গায়িকা নিজেই এক সময় জানিয়েছিলেন ১৯৯৩ সালে এই গানটি প্রথম রিলিজ করা হয়। এরপরে এই মিউজিক কোম্পানি উঠে যায়। আর তাই ২০০০ সালে নতুন করে আবার গানটি অন্য একটি মিউজিক কোম্পানির মাধ্যমে রিলিজ করা হয়। তার এই গানের জনপ্রিয়তার জন্য তিনি ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন।
তাকে ‘আশাকন্ঠী’ নামেও অনেকে চেনেন। আশা ভোঁসলের বাংলা গান গেয়ে তিনি জনপ্রিয় হয়েছেন। কিন্তু তার পরিবারের লোকেরা বলেছিলেন যে নিজের গান গাওয়ার দিকে মনোনিবেশ করতে। এরপরেই তিনি নিজের নাম তৈরি করার জন্য গান গাইতে শুরু করেন। আসলে তিনি কখনোই আশার কন্ঠ নকল করতেন না, বরঞ্চ তার স্টাইলকে অনুসরণ করতেন। মিতা চ্যাটার্জি একসময় জানিয়েছিলেন, আশা ভোঁসলের সঙ্গে তার সাক্ষাতের দিনটি তিনি কখনো ভুলতে পারে না।
একটি অনুষ্ঠানে আশা ভোঁসলে উপস্থিত ছিলেন। আর সেখানেই মিতা চাটাজী তার সামনে গিয়ে পায়ের কাছে বসে প্রণাম করেন। একটু অবাক হয়েই তার দিকে তাকিয়েছিলেন আশা। এরপরে অবশ্য নিজের পরিচয় দিয়ে তিনি তার কাছ থেকে আশীর্বাদ চান। আর আশা ভোঁসলে ও সেদিন আশীর্বাদ করে তাকে আরো এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এখন আর গায়িকার গান সেভাবে শোনা না গেলেও তার পুরনো গানগুলো এখনো বিভিন্ন অনুষ্ঠানে বাজতে দেখা যায়।