নিউজশর্ট ডেস্কঃ উত্তরবঙ্গের পর এবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ(South Bengal)। আবহাওয়া দপ্তরের(Weather Report) পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘুর্ণাবর্ত অবস্থান করছে। একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত আছে। যেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে। পাশাপাশি আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে একটি ঘুর্নাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সেটি নিম্নচাপে তৈরি হতে পারে।
এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছিল। আর এবার পালা শুরু দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া হালকা বৃষ্টির পূর্বাভাস হয়েছে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়এই জেলাগুলিতে। শুধু তাই নয়, আগামী দুদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।