ক্যাটরিনা কাইফ,জন্মদিন,বলিউড,বিনোদন,কেরিয়ার গ্রাফ,Katrina Kaif,Birthday,Bollywood,Entertainment,Career Graph

Moumita

৩৯-এ পা দিলেন ক্যাটরিনা, হিন্দি উচ্চারণ থেকে শুরু করে অভিনয় নিয়ে কটাক্ষ, তবুও নিজের প্রতিভায় সেরা নায়িকা ভিকি ঘরণী

জীবনের ৩৮ টি বসন্ত পেরিয়ে ৩৯ শেষ পা দিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন ধরে রাজ করছেন বলিউডে। মূলত তার ডান্সিং স্কিল এবং অ্যাকশন দৃশ্যে তার টানটান উত্তেজনাপূর্ণ অভিনয়ের দিওয়ানা সকলেই। সাল ১৯৮৩, ১৬ জুলাই হংকং-এর মাটিতে জন্মগ্রহণ করেন ক্যাটরিনা, তারপর একাধিক দেশে থেকেছেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে এক বিউটি কন্টেস্ট জিতে এক গয়নার সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন। ঐ টিনেজার বয়সেই পেশা হিসেবে বেছে নেন মডেলিংকে। প্রায়শই লন্ডনের ফ্যাশন উইকে দেখা মিলতো তার।

   

এভাবেই লন্ডনের এক ফ্যাশন শো’তে নজর কাড়েন ভারতীয় পরিচালক কাইজার গুস্তাদের। পরিচালক তখন তার পরবর্তী ছবি বুম’এর জন্য নতুন মুখ খুঁজছিলেন। তিনি ২০০৩ সালে ‘বুম’ ছবিতে লঞ্চ করেন ক্যাকরিনাকে। যদিও ছবিটি বক্স অফিসে বিশেষ নজর কাড়তে সক্ষম হয়নি। অ্যাক্টিং কেরিয়ারের শুরুটা খুব ভালো না হলেও মডেলিং কেরিয়ারে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি ক্যাটের। ভারতে এসে তরতরিয়ে উপরে উঠতে থাকে তার মডেলিং কেরিয়ার। এরপর বেশ কিছু ছবির কথা শুরু হলেও তার হিন্দি উচ্চারনের জন্য কাজ পেতে বেশ বেগ পেতে হয়।

ক্যাটরিনা কাইফ,জন্মদিন,বলিউড,বিনোদন,কেরিয়ার গ্রাফ,Katrina Kaif,Birthday,Bollywood,Entertainment,Career Graph

২০০৪ সালে তেলেগু ছবি ‘মালিশ্বরী’তে অভিনয় করে নজর কাড়েন বলিউড পরিচালকদের। এরপরই বেশ কিছু কমার্শিয়াল ছবির অফার আসে তার কাজ। ভাঙা-ভাঙা হিন্দি দিয়েই ২০০৫ সালের ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া?’, ২০০৭ সালের ‘নমস্তে লন্ডন’ এর মতো ছবিকে সুপারহিট তকমা এনে দেন তিনি।

এরপরই আসে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘নিউ ইয়র্ক’ এবং ২০১১ সালে ‘মেরে ব্রাদার কি দুলহন’। এই ছবি দুটিই তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায়। তিনি যে সত্যিই বলিউডে টিকে থাকতে এসেছেন তা এই ছবি দুটি দেখলেই বোঝা যায়। নিজের সমস্ত খুঁত, ভুল ত্রুটিকে শোধরানোর জন্য তিনি যে কতটা পরিশ্রম করেছেন তা এই পূর্বের ছবির সাথে এই ছবি গুলির তুলনা করলেই বোঝা যায়।

ক্যাটরিনা কাইফ,জন্মদিন,বলিউড,বিনোদন,কেরিয়ার গ্রাফ,Katrina Kaif,Birthday,Bollywood,Entertainment,Career Graph

এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’, ‘ধুম ৩’, ‘ব্যাং ব্যাং’-এর মতো ব্লকব্লাস্টার হিট এনে দেয় বলিউডকে। এখন বেশ ভেবেচিন্তেই ছবিতে সাইন করেন তিনি। একইরকমভাবে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট সতর্ক এই অভিনেত্রী। ২০০৩ সালে বলিউডে আসার পরই তার আর সলমনের সম্পর্কের গুঞ্জন ওঠে, যদিও এই বহুল চর্চিত রিলেশনশিপও ভেঙে যায় এক সময়‌। এরপরই তার নাম জড়ায় রণবীর কাপুরের সঙ্গে। সেই সম্পর্কেও ইতি টানেন অভিনেত্রী। এরপর থেকে আর কোনো খবর বিশেষ শোনা যেতোনা ক্যাটরিনাকে নিয়ে।

এরপর ২০২১ সালে হঠাতই সবাইকে চমকে দিয়ে বিয়ে করে নেন বলিউড তারকা ভিকি কৌশলকে। রাজস্থানে কড়া নিরাপত্তার মধ্যে বিয়ে হয় তাঁদের। এখন বেশ সুখেই সংসার করছেন দুজনে। প্রসঙ্গত খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ক্যাটরিনার নতুন ছবি ‘ফোন ভূত’। এছাড়াও তার ঝুলিতে রয়েছে, ফারহান আখতারের ‘জি লে জারা’, ‘টাইগার 3’ এবং ‘মেরি ক্রিসমাস’এর মতো ছবি।