koel mallick will be in ma durga at mahalaya

Papiya Paul

আসছে বাঙালীর সেরা উৎসব! মহালয়ার দূর্গারূপে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে

নিউজশর্ট ডেস্কঃ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা(Durgapuja)। প্রত্যেক বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন বাঙালিরা। পুজো আসতে আর মাত্র ২ মাস বাকি। ইতিমধ্যেই অনেকে পুজোর শপিং শুরু করে দিয়েছেন। দুর্গাপূজার শুরুর আগে একটা বিশেষ আবেগ থাকে বাঙালীদের মধ্যে। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুরে মহালয়া(Mahalaya) শুনতে ভালোবাসেন সকলে।

   

রেডিও ছাড়াও বাংলা চ্যানেলগুলোতে মহালয়ার বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করা হয়। বাংলার প্রায় প্রত্যেকটি চ্যানেলে এই মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা হয়। এই বছরও তার অন্যথা হবে না। চলতি বছরে মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। আর ইতিমধ্যে বাংলার জনপ্রিয় চ্যানেলে মহালয়ার কাস্টিং নির্বাচন শুরু হয়ে গিয়েছে। এই চ্যানেলে মহালয়া অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্ব রয়েছে সুরিন্দার ফিল্মস।

আর এই চ্যানেলে মা দুর্গা হবে কোন অভিনেত্রী? জানা গিয়েছে, এবছর ওই জনপ্রিয় চ্যানেলে মা দুর্গা রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে(Koel Mallick)। তবে এটা প্রথমবার নয়। এর আগেও বহুবার মহালয়ার অনুষ্ঠানে  মা দূর্গা হয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। কোয়েলের সঙ্গে টলিউডের বেশ কিছু অভিনেত্রীদেরও অন্যান্য দেবীরূপে দেখা যাবে। যদিও কারা কারা থাকছেন এই বিষয়ে এখনো চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

তবে এ মাসের শেষে এই লুক সেট হয়ে যাবে। অর্থাৎ খুব শীঘ্রই টিভিতে প্রমো প্রকাশ্যে আসবে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই মা দুর্গার আগমনের ঘন্টা বেজে যাবে। সেই মুহূর্তের জন্য অপেক্ষা করে রয়েছেন বাঙালীরা।