Kolkata Municipal Corporation Announces to give Water Supply from 3am During Durgapuja

কলকাতাবাসীর বড় চিন্তার শেষ! পুজোর ৪ দিনের জন্য বিশেষ ঘোষণা করল KMC, খুশি সবাই

পার্থ মান্নাঃ দেখতে দেখতে এক বছর অপেক্ষা শেষ আর ১৮ দিন পরেই দুর্গাপুজো। পুজো মানেই প্যান্ডেল হপিং থেকে শুরু করে জমিয়ে খাওয়া দাওয়া অতিথিদের আগমন। তাই এই সময় কমবেশি প্রতিটা বাড়িতেই জলের ব্যবহার বেড়ে যায়। অথচ বেশিরভাগ বাড়িতেই ওয়াটার পাম্প থাকে না, বরং পৌরসভার দেওয়া টাইম কলের জলই ভরসা। এমতাবস্থায় খুশির খবর শোনালো কলকাতা পৌরসভা।

পুজোর মরশুমে অতিরিক্ত জল দেবে কলকাতা পৌরসভা

দুর্গাপুজোর সময় নির্ঘন্ট সবটাই পঞ্জিকা দেখে নির্ধারণ হয়। আর পঞ্জিকা মতে ভোর রাত থেকেই শুরু হয়ে যাবে পুজোর আয়োজন। সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত ভোরবেলাতেই হবে পুজো। এদিকে পুজোর বসার আগে স্নান করে বসতে হয়। তাছাড়া ফল কাটা থেকে বাসনপত্র ধোয়া সব কাজের জন্যই জলের প্রয়োজন হবে। তাই এবহকার পুজোর দিনগুলোতে ভোর বেলা থেকেই জল দেওয়া হবে টাইম কলে।

ভোর থেকেই জল দেওয়ার ঘোষণা করল KMC

গতকাল অর্থাৎ শুক্রবারেই KMC এর তরফ থেকে পুজোর জন্য বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে পুর কমিশনার ধবল জৈন, দেবব্রত সরকার (D.C Central), শ্ৰীকান্ত জগন্নাথ, CESC, Calcutta Trum Company, দমকলের আধিকারিকেরা হাজির ছিলেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর দিনগুলিতে ভোরবেলা ৩টে থেকেই জল দেয়া হবে কলকাতা পৌরসভা এলাকার সমস্ত বাড়িতে।

অবশ্য জলের পাশাপাশি এদিন শহরের একাধিক রাস্তার বেহাল পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। পুজোর আগে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য দ্রুত রাস্তা মেরামতির আদেশ দেওয়া হয়েছে। তারাতলা থানা থেকে তারাতলা মোড় যাওয়ার রাস্তা, আনন্দপির রোডের মত একাধিক রাস্তার বেহাল দশার কথা এদিন উঠে এসেছে। এমনকি AJC Bose Fly Over এর রাস্তাতেও ফাটল রয়েছে সেটাও দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন মেয়র।

আরও পড়ুনঃ ষষ্ঠী টু দশমী বৃষ্টিতে ভিজবে বাংলা? পুজোর কদিনের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

প্রসঙ্গত, এবছর দেরিতে এলেও সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বর্ষার জেরে জেরবার বঙ্গবাসী। মাঝে দুদিন যাবৎ বৃষ্টি কমলেও আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। যদিও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে পুজোর কদিন হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X