নিউজশর্ট ডেস্কঃ শুধু সমুদ্র নয়, সমুদ্রের পাশাপাশি পাহাড়েও বহু মানুষ ভ্রমন করতে যান। শুধুমাত্র ভ্রমণ নয়, বহু মানুষ কর্মসূত্রেও শিলিগুড়িতে যাতায়াত করেন। তাই প্রত্যেক দিনই কলকাতা এবং রাজ্যের অন্যান্য শহর থেকে শিলিগুড়িতে(Siliguri) মানুষ যাতায়াত করছে। আর এর জন্য এই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার নানারকমভাবে চেষ্টা চালানো হচ্ছে।
তবে অধিকাংশ মানুষই ট্রেনে যাতায়াত করলেও বাসের ওপরও নির্ভরশীলতা প্রচুর রয়েছে। মানুষ বাসে চড়েও শিলিগুড়িতে যাতায়াত করে থাকেন। এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের(SBSTC) তরফ থেকে এই সকল বাস যাতায়াতকারী যাত্রীদের জন্য বিরাট সুখবর দেওয়া হয়েছে। এই সুখবর হলো এবার দিনের পাশাপাশি রাতেও বাস পরিষেবা চালু করা হবে।
এর আগে প্রায় ১২ বছর আগে এই পরিষেবা চালু ছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে সেই পরিষেবা বন্ধ করতে হয়। এবার সেই পুরোনো পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। আবার এই পরিসেবা চালু হবে বলে শুক্রবার জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য যে বাসগুলো রাত্রে পরিষেবা দেওয়া হবে সেই বাসগুলো নন এসি থাকবে।
আসানসোল,দুর্গাপুর থেকে দীঘা এবং পুরী বাস পরিষেবা চালু করার পর এবার শিলিগুড়িতে এই বাস পরিষেবা চালু করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা এবং আসানসোল থেকে শিলিগুড়িগামী বাস পরিষেবা রাত্রে চালু হবে। প্রথমে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে শিলিগুড়ি বাস পরিষেবা চালু হবে। এক্ষেত্রে দুটো বাস আপ ও ডাউন পরিষেবা প্রদান করবে।
আরও পড়ুন: টোটো, ভটভটির দাদাগিরি শেষ! এবার দীঘায় সস্তায় এসি বাস পরিষেবা আনছে SBSTC
আসানসোল থেকে দুর্গাপুর হয়ে একটি বাস শিলিগুড়ি যাবে এবং বাঁকুড়া থেকে আরেকটি বাস শিলিগুড়ি পর্যন্ত পাওয়া যাবে। যাত্রীদের জন্য এই বাসগুলোতে পুশব্যাক আসনের ব্যবস্থা থাকবে। এই বাসগুলো হবে ডিলাক্স ক্যাটাগরির। তবে লাক্সারি বাস হলেও এক্ষেত্রে যাত্রীদের ৫০০ টাকার মত খরচ করতে হবে। ১১ ঘণ্টার এই সফর যাত্রীরা ও খুব আরামে পৌঁছাতে পারবেন।