Komola O Sriman Prithviraj

স্বদেশী আন্দোলনের সময়ে দস্যিপনা আর ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, প্রকাশ্যে এল নতুন প্রোমো

বছর শুরু হতে না হতেই ঝোড়ো ব্যাটিং করতে নেমেছে স্টার জলসা (Star Jalsha)। একটার পর একটা নতুন সিরিয়াল লঞ্চ করে চলেছে সিরিয়ালটি (Bengali Serial)। যার মধ্যে অন্যতম চর্চিত ধারাবাহিক হল ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sriman Prithviraj)। কচিকাঁচাদের নিয়ে তৈরি এই সিরিয়ালে ঠিক কী গল্প দেখানো হবে তাই নিয়ে চর্চার শেষ নেই গৃহস্থ বাড়িতে।

আর সম্প্রতি সেই সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সিরিয়ালের প্রথম প্রোমো। এর আগেও একটা ছোট্ট টিজার দেখিয়েছিল চ্যানেলটি। কিন্তু সেই টিজারে দেখা যায়নি নায়ক-নায়িকার মুখ। তাই সিরিয়ালের কাস্টিং নিয়ে চলছিল জোরদার জল্পনা।

আর এবার সামনে এল ধারাবাহিকের নায়ক নায়িকার মুখ। কমলার চরিত্রে অভিনয় করছেন ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। এর আগে তাকে দেখা গেছে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’তে সারদা মায়ের ছোটবেলার চরিত্রে।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithviraj,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো রিলিজ,Promo Release,ভিডিও ভাইরাল,Video Viral,Star Jalsha,স্টার জলসা,টলিউড,বিনোদন,গসিপ,Tollywood,Entertainment,Gossip

এদিকে অয়ন্যার বিপরীতে কাস্ট করা হয়েছে শিশুশিল্পী সুকৃত সাহাকে। ছোট পর্দায় এটাই প্রথম সিরিয়াল হলেও এর আগে ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘শ্রীকান্ত’ সিরিজে শ্রীকান্তের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithviraj,নতুন সিরিয়াল,New Serial,প্রোমো রিলিজ,Promo Release,ভিডিও ভাইরাল,Video Viral,Star Jalsha,স্টার জলসা,টলিউড,বিনোদন,গসিপ,Tollywood,Entertainment,Gossip

প্রোমো দেখে যতটুকু বোঝা যাচ্ছে, ইংরেজ শাসনের প্রেক্ষাপটে তৈরী এই গল্পে নায়িকার বাবা সেসময় ইংরেজদের তোষামোদ করেই চলতো। তাই সাহেবদের মন জুগিয়ে চলার জন্য নিজেও সাহেবদের মত সাজতো এবং মেয়েকেও মেম দের মতোই সাজগোজ করিয়ে রাখতো।

এদিকে নায়ক পৃথ্বীরাজের বাবা তথা দুঁদে উকিল ফণিভূষণ ঘোর ইংরেজ বিরোধী। এই পর্যায়ে দেখা যায়, যাত্রাপালা নিয়ে ঝামেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে। আর এই ঝামেলার মধ্যেই এন্ট্রি নেয় শ্রীমান পৃথ্বীরাজের। তারপরেই বাড়ির লোক ঠিক করে, পৃথ্বীরাজের বিয়ে দেওয়া হবে। এরপর বিয়ের মণ্ডপে বর বৌয়ের বেশে দেখা যায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে।

Avatar

Moumita

X