দর্শকপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj)। শুরু থেকেই বেশ আসর জমিয়েছে এই মেগা। খুদে শিল্পীদের কাঁধের উপর ভর করে সিরিয়ালটি যেভাবে এগিয়ে চলেছে তা সত্যিই প্রশংসনীয়।
তথাকথিত প্রেম রোমান্স এই মেগায় নেই বটে তবে কমলা আর মাণিকের নিস্পাপ বন্ধুত্ব দারুন পছন্দ করেছে মানুষ। যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, কীভাবে কুইন অরেঞ্জ অর্থাৎ কমলাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছে মাণিক।
তার পিসিদের পাতা প্রতিটা ফাঁদকেই নষ্ট করছে সে। কমলার ইংরেজি গান গাওয়া নিয়ে চরম অশান্তি শুরু করেছে তারা। আর এবার সেই তালিকায় জুড়েছে আরেক নতুন নাম। ফণিভূষণের অবর্তমানে কমলার বিধান দেওয়ার অযুহাতে বাড়িতে হাজির হয়েছে তার পিসির শ্বশুরমশাই, যে কী না একজন সাধুবাবা।
তিনি এসেই বলেন, প্রায়শ্চিত করার জন্য কমলা কেবল গোবর খেতে পারবে। আর সেটা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে মাণিক। যদিও এই মুহূর্তে তার কিছুই করার নেই। তবে তার একমাত্র সাধের বৌ-কে কী আর না খাইয়ে রাখতে পারে? তাই লুকিয়ে লুকিয়ে কমলার জন্য খাবার নিয়ে আসে মাণিক।
আর এসবের মধ্যেই ঘটে যায় বড় ঘটনা। কমলার ঘরে মন্ত্র পড়ার নাম করে কমলার সমস্ত গয়না চুরি করে নেয় এ ভন্ড সাধুবাবা। ঘটনা জানতে পেরেই মাণিকও ঠিক করে নেয় যে, এর উচিত বিচার সে করেই ছাড়বে। যেই ভাবা সেই কাজ। কাজে লেগে যায় পৃথ্বীরাজের বাহিনী। আর এবার তাদের সাথে দেয় কমলাও।
https://www.instagram.com/p/CrdSKUmIeAP/?utm_source=ig_web_copy_link
এই নিয়ে নতুন প্রোমোও রিলিজ করেছে স্টার জলসা। যেখানে দেখা যাচ্ছে একটি মিষ্টির হাঁড়িতে গয়নাগুলি নিয়ে পালিয়ে যেতে চায়। মাণিক তাকে আটকাতে চাইলে সে পালাতে চায়। আর ঠিক তখনই গুলতি মেরে হাড়ি ফাঁটিয়ে দেয় কমলা। সব গয়না নিচে পড়ে যায়। মজাদার এই পর্ব মিস না করতে চাইলে অবশ্যই দেখুন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।