টলিউড,বিনোদন,ধারাবাহিক,তিয়াসা রায়,শ্যামা,লক্ষ্মী,ট্রোলিং,কটাক্ষ,Tollywood,Entertainment,Serial,Tiyasha Roy,Shyama,Lakshmi,Trolling,Squint

‘স্বল্পবসনা লক্ষ্মীর চেয়ে অলক্ষ্মী ভালো’, নতুন ধারাবাহিকের ট্রেলারে চরম ট্রোল্ড অভিনেত্রী তিয়াশা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ বেশ আলোড়ন ফেলেছিলো সিরিয়াল দুনিয়ায়। এক কালো মেয়ের জীবনসংগ্রামের কথা পর্দায় ফুটিয়ে তুলেছিলো ধারাবাহিকের মূখ্য চরিত্র শ্যামা ওরফে তিয়াসা রায়। বর্ণবৈষম্য যে এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেটাকেই পর্দায় তুলে ধরেছিলো এই ধারাবাহিক। আর নিজের প্রথম সিরিয়ালের ব্যাপক খ্যাতি অর্জন করেছিলো কৃষ্ণকলির শ্যামা ওরফে তিয়াসা। মানুষ বেশ পছন্দ করছিলেন তিয়াসাকে। তবে সম্প্রতি তিনি পড়েছেন জনতা জনার্দনের রোষানলে। হঠাৎ ঠিক কী কারণে শ্যামার প্রতি বিরক্ত হলো দর্শকমহল?

গত ছয় মাস আগেই শেষ হয়েছে তিন বছর ধরে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক। তিয়াসা যেন আর পর্দার ওপারের মানুষ নন বরং ঘরের মেয়ে হয়ে উঠেছিলো দর্শকদের কাছে। সিরিয়ালটি বন্ধ হওয়ায় দর্শকমহলে একটু মনমরা হয়ে ছিলো বৈকি। আর তাই দর্শকদের বিনোদন দিতে জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালনাও করেছিলেন তিনি। প্রসঙ্গত, টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ থাকেন অভিনেত্রী। প্রায়শই বিভিন্ন রিলিস, ভিডিও, ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

রিল লাইফের শ্যামা আর রিয়েল লাইফের তিয়াসার যে চারিত্রিক বৈশিষ্ট্য যে সম্পূর্ণ ভিন্ন তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই স্পষ্ট। এমতাবস্থায় অভিনেত্রীর এক নতুন ভিডিও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই আবার পর্দায় দেখা যাবে তাকে‌। জি বাংলা আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী’, আর তাতেই সম্পূর্ণ বোল্ড অবতারে অবতীর্ণ হতে চলেছেন তিয়াসা। আর তার এই নতুন অবতারই হয়েছে যত নষ্টের কাল।

ধারাবাহিকের নাম লক্ষ্মী অথচ পোশাক নাকি অলক্ষ্মীর মতো, এমনই মন্তব্য নেটিজেনদের। আসলে স্বল্পবসনা তিয়াসাকে দেখে একটু বিরক্তই হয়েছে অনুরাগীরা। একজন তো ভিডিওর নিচে কমেন্ট করে লিখেই দিয়েছেন যে, ‘নাম লক্ষী হলেও পোশাক দেখে তা মনে হচ্ছে না’। আবার একজন লিখেছেন ‘এই যদি লক্ষীর সাজ হয় তাহলে অলক্ষীই ভালো’। যাইহোক ধারাবাহিকের শুরুতেই এমন কটাক্ষের শিকার, এরপর ধারাবাহিকটি কতটা জনপ্রিয়তা পাবে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কিছু জন।

Avatar

Moumita

X