বলিউড,বিনোদন,গসিপ,আদিপুরুষ,রামায়ণ,প্রভাস,কেআরকে,ট্রোলিং,Bollywood,Entertainment,Gossip,Adipurush,Prabhas,KRK,Trolling

Moumita

রাবণ রূপে সইফের অদ্ভুত লুক দেখে ক্ষেপে লাল ‘KRK’, আদিপুরুষ নিয়ে প্রযোজককে ধুয়ে দিলেন জনপ্রিয় ফিল্ম সমালোচক

বলিউডের স্বঘোষিত ফিল্ম ক্রিটিক কমল রাশিদ খান (Kamal Rashid Khan)। নেটিজনর এই নামটার সাথে বেশ ভালোভাবেই পরিচিত। হামেশাই বলিউড তারকাদের তুলোধুনো করতে দেখা যায় তাকে। কিছু কিছু সময় ঠিকঠাক কথা বললেও বেশীরভাগ ক্ষেত্রেই বিতর্ক উস্কে দেয় সমালোচকের মন্তব্য। আইনি নোটিশ থেকে জেলে পর্যন্ত গিয়েছেন কেআরকে। এতে দমে যাওয়া তো দূরের কথা বরং দিন দিন বেড়েই চলেছে বলিউডের প্রতি আক্রমণের মাত্রা।

   

যদিও কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, এবার তিনি ছবির রিভিউ দেওয়া থেকে বিরতি নেবেন। কিন্তু কথায় আছে না ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। ঠিক তেমনই কেআরকে মুখে যাই বলুক না কেন, বলিউডের তুলোধুনো করা থেকে বিরত থাকতে পারবেন না তিনি। ‘লাল সিং চাড্ডা’ আর ‘ব্রহ্মাস্ত্র’র পর এবার তিনি পড়েছেন ‘আদিপুরুষ’ নিয়ে। প্রভাস অভিনীত এই ছবি নিয়ে করে বসলেন বিতর্কিত মন্তব্য।

যাইহোক, বহুল চর্চিত এই ছবিটি নিয়ে জল্পনার শেষ নেই। সনাতন ধর্মের অন্যতম মহাকাব্য রামায়ণের গল্পের অনুকরণে নির্মিত হচ্ছে এই ছবি। ভগবান শ্রী রামের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, এদিকে মাতা সীতারূপে দেখা মিলবে কৃতি শ্যাননের। আর লঙ্কেশ রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। ছবিটি নিয়ে উৎসাহের শেষ ছিলোনা দর্শকমহলে। কিন্তু ছবির টিজারে যেন সেই উৎসাহে জল ঢেলে দিয়েছে।

বলিউড,বিনোদন,গসিপ,আদিপুরুষ,রামায়ণ,প্রভাস,কেআরকে,ট্রোলিং,Bollywood,Entertainment,Gossip,Adipurush,Prabhas,KRK,Trolling

আসলে দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। মিনিট কয়েকের এই ভিডিও দেখে নেটিজেনরা তাদের মতামত প্রকাশ তো করছেই‌। তবে এই নিয়ে কেআরকে যা টুইট করেছেন তার সত্যিই দেখার মতো। তার মতে, প্রযোজক নাকি মস্ত ভুল করেছেন এই ‘আদিপুরুষ’ এ টাকা ঢেলে। কারণ সবটাই নাকি বৃথা যাবে। তিনি লিখেছেন, ‘ আদিপুরুষ ছবিটা এটাই প্রমাণ করে যে প্রযোজক ভূষণ কুমার বড়সড় ভুল করেছেন এই ছবির পিছনে ৪৫০ কোটি খরচ করে।’

স্বাভাবিকভাবেই এমন একটা টুইট ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি। ছবির বাজেট নাকি ৪৫০ কোটি টাকা কিন্তু সেই তুলনায় ছবির ভিএফএক্স এতোটাই নিম্নমানের যে তা মুখে কহতব্য নয়। দর্শকমহল এইসব যদিও বা মেনে নিতো কিন্তু বাধ সেধেছে ছবির প্রেজেন্টেশন। লঙ্কেশ রাবণ একজন জ্ঞ্যানী পুরুষ ছিলেন কিন্তু এই ছবিতে সইফের মধ্যে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। সুরমা চোখে, স্পাইক করা চুলে আর যাই হোক রাবণের মতো চরিত্র হয়না।

বলিউড,বিনোদন,গসিপ,আদিপুরুষ,রামায়ণ,প্রভাস,কেআরকে,ট্রোলিং,Bollywood,Entertainment,Gossip,Adipurush,Prabhas,KRK,Trolling

এদিকে বাল্মিকী ‘রাম’ কে অত্যন্ত ধৈর্যশীল এবং বিচক্ষণ ব্যক্তি হিসেবে দেখিয়েছিলেন। ছবিতে ‘রাম’-র উগ্র রূপ অনেকেই মেনে নিতে পারেনি। হনুমানের দাড়ি রয়েছে অথচ গোঁফ নেই এ নিয়েও আপত্তি করেছে অনেকে। সবে মিলিয়ে ‘আদিপুরুষ’-র টিজার দেখে রীতিমত হতাশ নেটিজেনদের একটা বড়ো অংশ। রামায়ণ হিন্দুদের কাছে একটা আবেগ আর সেই আবেগ নিয়ে এভাবে খেলা করলে মানুষ তো রুষ্ট হবেই। এক নেটিজন লিখেছেন, ‘এ রাবণ না বাবর তা চেনা দায়’। আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘রামায়ণে খিলজি এলো কীভাবে’? অনেকে আবার ‘বয়কট আদিপুরুষ’ ট্রেন্ডও শুরু করেছে টুইটারে।