Arijit

একই ওভারে রাজাপক্ষে-ভানুকাকে আউট করে শ্রীলঙ্কার কোমর ভেঙে দিল কুলদীপ যাদব

একদিকে যখন বিরাট, রোহিতের ভারতীয় দল ইংল্যান্ড সফরে ব্যস্ত তখনই আরেকদিকে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নেমে গড়ল ইতিহাস। হেডকোচ রবি শাস্ত্রী টিম ইন্ডিয়া সঙ্গে ইংল্যান্ড সফরে থাকার কারণে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচের ভূমিকায় রয়েছেন রাহুল দ্রাবিড়।

   

অভিজ্ঞতা এবং তারুণ্যে মিসেল করে প্রথম ওয়ানডে ম্যাচে প্রথম একাদশ সাজিয়েছে ভারতীয় দল। দলে একাধিক তরুণ মুখ। আজকেই ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটেছে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণের।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দুই ওপেনার দুর্দান্ত শুরু করে। শ্রীলংকার প্রথম উইকেট পড়ে 49 রানে। তারপর ফের শ্রীলঙ্কা বড় পার্টনারশিপ গড়ার লক্ষ্যে এগোলেও কুলদীপ যাদবের এক ওভারে পরপর দুটি উইকেট শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। ম্যাচের 17 তম ওভারে রাজাপক্ষে এবং ভানুকাকে ফিরিয়ে দেয় কুলদীপ।