টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,অনুরাগের ছোঁয়া,আসন্ন ট্র্যাক,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,Upcoming Track

Moumita

দীপা-সূর্যকে মিল করতে বিশেষ ব্যবস্থা লাবণ্যর! অনুরাগের ছোঁয়া র আগামী পর্বে থাকছে বিরাট চমক

চলতি সময়ে বাংলা টেলি দুনিয়ায় রাজ করছে স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। নির্মাতারা দর্শকদের মধ্যে এমন একটা উৎকণ্ঠা তৈরি করেছে যে, কেউ টিভি ছেড়ে উঠতেই পারছেনা। বাড়ির সমস্ত কাজ পড়ে থাকলেও ‘অনুরাগের ছোঁয়া’ দেখা চাই-ই।

   

এমতাবস্থায় যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা তো জানেনই যে, দীপার চিকিৎসা করলেও এখনও পর্যন্ত সত্যিটা সামনে আসেনি সূর্যর। এমনকি লাবণ্যের কেনা নতুন বাড়িতে গৃহপ্রবেশের দিন দীপা উপস্থিত থাকলেও সূর্যের মুখোমুখি হয়নি সে।

যদিও দীপার হাতের রান্নার গন্ধ সূর্য ঠিকই চিনেছে। এমতাবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, তাহলে সূর্য এবং দীপার মিলন কবে হবে? কারণ বারবার মিশকাকে জিততে দেখে ভালো লাগছেনা দর্শকদেরও। তবে এটুকু জানিয়ে রাখি, আসল গল্প ‘কার্তিক দীপম’ অনুযায়ী সূর্য-দীপার মিলনের আর খুব বেশিদিন নেই।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,অনুরাগের ছোঁয়া,আসন্ন ট্র্যাক,Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Anurager Chowa,Upcoming Track

এই যেমন, আজকেই আপনারা দেখতে পাবেন, হাজার চেষ্টা করেও সূর্যর DNA রিপোর্টটা হাতাতে পারেনি। সোনা এবং লাবণ্যের কারণে তার প্ল্যান ভেস্তে যায় এবং রিপোর্টটা সূর্যর রুমেই রয়ে যায়। ওদিকে সূর্যও কোনোভাবেই দীপার কথা ভুলতে পারেনা। আর এতে আশা জাগছে যে, সত্যিটা ফাঁস হতে আর দেরি নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন সবাই সবাইকে দেখলেও একটা কনফিউশন রয়েই গেছে। এই যেমন সূর্য এবং লাবণ্য রূপাকে দেখলেও তার মায়ের নাম জানেনা। এখনও পর্যন্ত একবারো এক ফ্রেমে দেখা যায়নি এদের কাউকেই। আর এরইমধ্যে এক নতুন প্ল্যান বের করেছে লাবণ্য।

খুব শীঘ্রই দেখতে পাবেন, লাবণ্য একটা ফ্লাওয়ার এক্সিবিশনের আয়োজন করবে। যেখানে প্রচুর টাকার প্রাইজ ঘোষণা করে সে। কারণ সে জানে রূপার ভবিষ্যতের জন্য দীপা এই প্রতিযোগীতায় আসবেই। আর সেখানেই দেখা হবে সূর্য এবং সোনার সাথে। অর্থাৎ দীপা-রূপা এবং সূর্য-সোনা এবার একফ্রেমে। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ।