Papiya Paul

হল না শেষরক্ষা, ২৭ দিনের লড়াইয়ের পর পরলোক গমন করলেন লতা মঙ্গেশকর

প্রয়াত লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী। প্রায় ৪ সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গায়িকা। কয়েকদিন আগেই তার অবস্থার উন্নতিও ঘটেছিল। কিন্তু শনিবার হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখতে হয় লতাকে। সেখান থেকে আর ফেরানো যায়নি কোকিলকণ্ঠী শিল্পীকে। গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

   

সেই সময় নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির সময় থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। গত ৩০ জানুয়ারি রিপোর্ট নেগেটিভ আসে। তবে শেষরক্ষা আর হল না। চিকিৎসকের চেষ্টায় শেষপর্যন্ত বাঁচানো গেলো না শিল্পীকে। যদিও এর আগে অনেকবার হাসপাতালে ভর্তি হলেও তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মারাঠি পরিবারে জন্ম হয়েছিল লতার। মাত্র ১৩ বছর বয়সেই বাবাকে হারিয়েছিলেন তিনি। মাত্র ১৩ বছর বয়সেই প্রথম সিনেমায় গান গায় এই শিল্পী। ১৯৪৮ সালে প্রথম হিন্দি ছবি ‘মজবুর’-এ গেয়েছিলেন তিনি। আর আজ তার এই মৃত্যুর পরে কার্যত ভেঙে পড়েছেন অনুরাগী থেকে সকল সঙ্গীতশিল্পীরা।