Papiya Paul

লতা মঙ্গেশকর ‘এই’ একটি জিনিস খুব অপছন্দ করতেন! তাই অভিনয়কে বিদায় জানিয়ে গানে মন দিয়েছিলেন

রবিবার সকাল ৮ টা ২০ মিনিটে চিরতরে পরলোকে গমন করেন সুর সম্রাজ্ঞী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর(Lata Mangeshkar)। তার দীর্ঘ কর্মজীবনের তিনি ৩০ হাজারেরও বেশি গানে গলা মিলিয়েছেন। তবে বেশিরভাগ লোকই জানেন না যে গায়িকা হওয়ার আগে তিনি কিন্তু নাটক ও চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক লতা মঙ্গেশকরের ছোটবেলার সেই জার্নিটা ঠিক কেমন ছিল।

   

মাত্র ৫ বছর বয়সে লতা তার বাবা দিনানাথ মঙ্গেশকারের মারাঠি ভাষার সংগীত নাটকগুলিতে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেছিলেন। আর এই কথা জানা গিয়েছে লতা মঙ্গেশকারের উপর লেখা বইটি থেকে। বাবার সেই ‘সুভদ্রা’ নামক নাটকটিতে পণ্ডিত দিনানাথ অর্জুনের ভূমিকায় অভিনয় করেছিলেন আর ৯ বছর বয়সী লতা নারদ চরিত্রে নাটকে অভিনয় করেন। এছাড়াও বাবার চলচ্চিত্র গুরুকুলে কৃষ্ণের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন।

১৯৪২ সালে যখন লতার বাবা হূদরোগে মারা যান। তখন মাস্টার বিনায়ক দামোদর যিনি একজন স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক ছিলেন তিনি সেই ছোট্ট লতাকে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করতে সাহায্য করেছিলেন। ১৯৪৫ সালে মাস্টার বিনায়কের চলচ্চিত্র ‘বাদি মা’তে ছোট বোন আশা ভোঁসলের সঙ্গে একটি ছোট্ট চরিত্রেও অভিনয় করার সুযোগ পান লতা। তবে এই ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও তিনি কখনোই মেকআপ করতে এবং ক্যামেরার সামনে কাজ করতে পছন্দ করতেন না।

২০০৮ সালে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসাবে কাজ শুরু করেছিলাম, কিন্তু আমি কখনই অভিনয় করতে পছন্দ করিনি। মাস্টার বিনায়কের সঙ্গে কাজ করতাম। আমি চলচ্চিত্রে কাজ করেছি ঠিকই, কিন্তু আমি এটি কোনোদিন উপভোগ করিনি। ক্যামেরার সামনে মেকআপ করা এবং হাসতে ও কাঁদতে অপছন্দ করতাম। তা সত্ত্বেও আমি গান গাইতে ভালবাসতাম। ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলাম।”
১৯৪৭ সালে মাস্টার বিনায়ক মারা যাবার পর তার নাট্য সংস্থা প্রফুল্ল পিকচারস বন্ধ হয়ে যায়।

এরপরে ১৯৪৮ সালে সংগীত পরিচালক গোলাম হায়দার লতা মঙ্গেশকারকে ‘মজবুর’ ছবিতে গীতিকার নাজিম পানিপতির ‘দিল মেরা তোদা, মুঝে কাহিন কা না ছোড়া’ গানের মাধ্যমে প্রথম সুযোগ দিয়েছিলেন। এটাই ছিল তার সবচেয়ে বড় সাফল্য। আর এরপরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুধু বাংলা বা হিন্দি ভাষা নয় বহু ভাষায় গান গেয়ে সকলের মনে চিরতরে জায়গা করে নিয়েছিলেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকার।