Papiya Paul

ভারতীয় জওয়ানদের প্রতি ছিল অফুরন্ত ভালোবাসা, লতাজির শেষ ভিডিও দেখলে চোখে আসবে জল

আজকের দিনটি একটি বিশেষ কারনে স্মরণীয় হয়ে থাকবে সমগ্র দেশবাসীর কাছে। রবিবার সকালে ছুটির আমেজে সকলকে ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন লতা মঙ্গেশকর(Lata Mangeshkar)। সরস্বতী আরাধনার ঠিক পরের দিনই পরলোক গমন করলেন বাস্তবের মা সরস্বতী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর সাথে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন লতাজি।

   

কদিন আগে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও গতকাল রাত থেকে তার অবস্থা সংকটজনক হয়। এরপরে ভেন্টিলেশনে রাখা হয় সংগীতশিল্পীকে। তবুও শেষ রক্ষা হল না। মাল্টি অর্গান ফেলিওর হয়ে মারা গিয়েছেন লতা মঙ্গেশকর। আর তার মৃত্যুর পরে তার জীবনের নানা কাহিনী সামনে এসেছে। আজকেই তার জীবনের শেষ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিওতে দেখা যাচ্ছে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে তিনি ভারতীয় জওয়ানদের ভাইফোঁটার শুভেচ্ছা জানাচ্ছেন। এদিন খুব নরম গলায় তিনি বলছেন, ‘ভারতীয় জওয়ানদের জন্যই দেশ রয়েছে। তোমরাই আমার ভাই। তোমাদের ভাইফোঁটার শুভেচ্ছা। আমি যদি তোমাদের কোনো প্রয়োজনে আসি তাহলে অবশ্যই জানিও।’এটি ছিল লতাজির সুস্থ থাকাকালিন শেষ ভিডিও। যদিও নেটিজেনের একাংশ আর একটি ভিডিওকে লতাজির জীবনের শেষ ভিডিও হিসেবে মনে করছেন।

যে ভিডিও দেখামাত্রই চোখে জল ফেলেছেন অনুরাগীরা। দীর্ঘ সাত দশক ধরে নিজের সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন আসমুদ্রহিমাচলকে। তার গলার সুর কোকিলের থেকেও মিষ্টি। এজন্য তাকে কোকিলকণ্ঠী হিসেবেও ডাকা হতো। শুধু বাংলা বা হিন্দি নয়, একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। আর আজ এই সঙ্গীতের জগতকে খালি করে না ফেরার দেশে চলে গিয়েছেন সুরসম্রাজ্ঞী।