Papiya Paul

CID ছিল পছন্দের সিরিয়াল, কোন চরিত্রটিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন লতাজি!

সুর সম্রাজ্ঞীর মৃত্যুর পর তাঁর জীবনের নানা অজানা কাহিনী সামনে আসছে। লতা মঙ্গেশকার(Lata Mangeshkar) গানকে যেমন পছন্দ করতেন ঠিক তেমনি ভালোবাসতেন ক্রিকেট খেলা দেখতে আর সিনেমা দেখতে। তবে আপনারা জানলে অবাক হবেন লতাজি ছোটপর্দার ক্রাইম বেসড সিরিয়াল সিআইডি দেখতে খুব পছন্দ করতেন। এই সিরিয়ালের অভিনীত চরিত্রগুলোর সঙ্গে বাস্তবে সুসম্পর্ক ছিল লতাজির। একসময় তিনি সিআইডি(CID) সেটের একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘সিআইডি টিমের সঙ্গে আমার খুব পছন্দের এই ফটোটি।’

   

তবে এই সিরিয়ালের চরিত্রগুলোর মধ্যে তার একজনের চরিত্র খুব বেশি ভালো লাগতো। এখানে ইন্সপেক্টর অভিজিতের চরিত্রে অভিনয় করতেন অভিনেতা আদিত্য শ্রীবাস্তব, এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজী সত্যম এবং সিনিয়র ইন্সপেক্টর দয়া সিং-এর চরিত্রে দয়ানন্দ শেট্টি এদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ২০২০ সালে শিবাজী সত্যম এর জন্মদিনে তার সঙ্গে একটি সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন লতা। যেখানে তিনি লিখেছিলেন, ‘নমস্কার আজ সিআইডি ধারাবাহিকের এসিপি প্রদ্যুম্ন শিবাজী রাও সত্যমের জন্মদিন। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এটাই কামনা করি আবারও সিরিয়ালটি শুরু হোক।’

আসলে ভারতের দীর্ঘতম ধারাবাহিকের মধ্যে এটি ছিল অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। ১৯৯৮-২০১৮ সাল থেকে ২৭ অক্টোবর অর্থাৎ ২০ বছর ধরে মোট ১৫৪৭ টি এপিসোড সম্পূর্ণ করে বন্ধ হয়ে যায় সিআইডি। যেটাতে খুব কষ্ট পেয়েছিলেন লতা। তবে তিনি ‘সিনিয়র ইন্সপেক্টর দয়া সিং’ চরিত্রটিকে বেশ পছন্দ করতেন। ২০১৬ সালে দয়ানন্দ শেট্টির সঙ্গে একটি ছবি পোস্ট করে লতা লিখেছিলেন, “ম্যায় আউর দয়া।” অর্থাৎ তার কাছে এই ছবিটি ছিল বিশেষ পছন্দের।

আবার ইন্সপেক্টর অভিজিত বিভিন্ন সাক্ষাৎকারের সময় লতাজিকে মাঝেমধ্যেই স্মরণ করতেন। তার সাথে যে লতাজির সুসম্পর্ক ছিল, সেটাও তিনি উল্লেখ করেছেন। আর লতাজির মৃত্যুর পরে তিনিও খুব ভেঙে পড়েছিলেন।