LAVA AGNI 3 Specifications Display Battery Processors

ডুয়াল ডিসপ্লে, দমদার প্রসেসর আর তুখড় ক্যামেরা সহ স্মার্টফোনের বাজার কাঁপাতে আসছে LAVA Agni 3

পুজোর আগে সেলের সময় অনেকেই নিজেদের পুরোনো স্মার্টফোন আপগ্রেড করেন বা নতুন করে ফোন কেনার কথা ভাবেন। সেই কারণে বহু কোম্পানি সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ ফোন রিলিজ করে। তাই এমন সময়েই ভারতীয় স্মার্টফোন মার্কেটে লাভা তাদের আগ্নি সিরিজের নতুন ফোন “Lava Agni 3” লঞ্চ করতে যাচ্ছে আগামী ৪ অক্টোবর। মিড বাজেটের এই ফোনটিতে ডুয়াল ডিসপ্লে থেকে দমদার প্রসেসর, সুপার ব্যাটারি ব্যাকআপ তো থাকছেই সাথে মিলবে চোখ ধাঁধানো ডিজাইন। তবে কত দাম হতে পারে? চলুন আজকের প্রতিবেদন জেনে নেওয়া যাক বিস্তারিত।

LAVA AGNI 3

লাভা আগ্নি ৩ এর দাম ভারতীয় বাজারে ৩০,০০০ টাকার নিচে থাকবে, যা মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার। লাভা আন্তর্জাতিকের প্রোডাক্ট হেড সুমিত সিং বলেছেন, “এই ফোনের কিছু অনন্য ফিচার থাকবে যা এটিকে অন্যদের থেকে আলাদা করবে।”

লাভা অগ্নি ৩ এর ডুয়াল ডিসপ্লে

লাভা আগ্নি ৩ এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর দ্বৈত ডিসপ্লে। এতে একটি ১.৫কে কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এছাড়াও, পিছনের প্যানেলে একটি ১.৭৪ ইঞ্চি AMOLED সেকেন্ডারি ডিসপ্লে থাকবে, যা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে সহায়তা করবে। এই সেকেন্ডারি ডিসপ্লেটি ব্যবহার করে গ্রাহক প্রধান ক্যামেরা সেন্সরকে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। সিং জানান, “এটি কেবল ক্যামেরা ফিচারের জন্য নয়, ফোনের অন্যান্য ফিচার নিয়ন্ত্রণ, কলের উত্তর দেওয়া, এবং নোটিফিকেশন দেখার জন্যও ব্যবহার করা যাবে।”

অ্যাকশন বাটন ও দমদার প্রসেসর

লাভা আগ্নি ৩-তে একটি কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকবে, যা এই দাম ক্যাটাগরিতে খুবই বিরল। ফোনটির পিছনে একটি ৫০-মেগাপিক্সেল AI ক্যামেরা এবং একটি টেলিফটো লেন্স থাকবে। এর সাথে, ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর থাকবে, যা এই সেগমেন্টে একটি নতুন সংযোজন। তবে এখানেই শেষ নয় সাথে আরও একাধিক ফিচার্স থাকবে যেটা ফোনটি রিলিজ হলেই জানা যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X