নিউজশর্ট ডেস্কঃ আজকে ভারতে লঞ্চ হয়েছে Lava Blaze Pro 5G, একেবারে জলের দামে বাজারে এই ফোন নিয়ে এসেছে Lava। এই ফোনে একাধিক গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে। যা খুব সহজেই গ্রাহকদের মন জয় করে নিতে পারবে বলে মনে করছে সংস্থা। এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া আরো অনেক ফিচার্স আছে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Lava Blaze Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার্স :
১) এই স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪৬০ পিক্সেল) আইপিএস এলসিডি টাচস্ক্রিন দেওয়া হয়েছে।
২) এই ফোনের ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের থাকবে। এটি – ২.৫০:৯ এসপেক্ট রেশিও ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।
৩) এই ফোনে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। এর সাথেই অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে।
৪) ফটো ও ভিডিওগ্রাফির জন্য Lava Blaze Pro 5G ফোনের পিছনে LED ফ্ল্যাশর সাথে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে।
৫) এই ফোনের ক্যামেরা EIS প্রযুক্তির সমর্থন সহ ২কে রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন।
৬) এর সাথেই এই ফোনে ডুয়াল সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে।
৭) সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ২ডি ফেস আনলক ফিচার্স থাকবে।
৮) এই স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে।
দাম: ভারতের বাজারে লাভা ব্লেজ প্রো ৫জি স্মার্টফোনের দাম ১২,৪৯৯ টাকা ধার্য করা হয়েছে।
রং- স্টারি নাইট এবং রেডিয়েন্ট পার্ল কালার হিসাবে পাওয়া যাবে।
লাভার এই নয়া হ্যান্ডসেটকে আগামী ৩রা অক্টোবর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া এবং অফলাইন পার্টনার রিটেল স্টোরগুলির মাধ্যমে গ্রাহকেরা কিনতে পারবেন।