বিনোদন,বলিউড,কালী,লীনা মনিমেকোলাই,Entertainment,Bollywood,Kaali,Leena Manimekalai

সিগারেটে সুখটান দিচ্ছেন মা কালী! ভগবানকে নিয়ে ‘অবমাননাকর’ পোস্টার, পরিচালককে গ্রেফতারের দাবি নেটজনতার

হিন্দি সিনেমা নিয়ে ফের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে বলিউডের বিরুদ্ধে। কখনো ওয়েব সিরিজ আবার কখনো সিনেমার পর্দা বিভিন্ন জায়গাতেই এই ধর্মাবেগে আঘাত হানার অভিযোগ আসছে। সম্প্রতি এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। পরিচালক ‘লীনা মনিমেকোলাই’ এর তথ্যচিত্র ‘কালীর'(Kaali) পোস্টার সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েছে নেটজনতা।

গত শনিবার নিজের সিনেমার এই পোস্টারটি টুইট করেছিলেন পরিচালক। সেই পোস্টারে দেখা গিয়েছে, মা কালীর বেশে থাকা অভিনেত্রী সিগারেটের সুখটান দিচ্ছেন। হাতে ধরা রয়েছে LGBT সম্প্রদায়ের পতাকা। স্বভাবতই এই টুইটটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আর এরফলে এই পোস্টার দেখে খুবই ফেটে পড়েছেন নেটিজেনরা।

নেটাগরিকদের মনের প্রশ্ন হিন্দু দেবদেবীকে অপমান করার বা আঘাত দেওয়া সাহস পরিচালকের হয় কি করে? এরপরে ওই পরিচালককে গ্রেফতারের দাবিতে টুইটারে ট্রেন্ডিংয়ে চলে আসে হ্যাশট্যাগ ‘অ্যারেস্ট লীনা মণিমেকালাই’। কিন্তু এরপরেও নিজের প্রোফাইল থেকে পোস্টারটি সরাননি পরিচালক।

বরং তিনি উল্টে দাবি করেছেন হ‍্যাশট‍্যাগ বদলে ‘লভ ইউ লীনা মণিমেকালাই’ করে দেওয়ার। তিনি লিখেছেন, ‘এক সন্ধ‍্যার ঘটনাবলীকে ঘিরে এই ছবির বিষয়বস্তু আবর্তিত হয়, যখন কালী টরন্টোর রাস্তায় আবির্ভূতা হন।’ কানাডাবাসী এই পরিচালকের আর্জি যে পোস্টারটি দেখলে এবার থেকে আর কোনো গ্রেফতারি নয়, ভালবাসার সুর চড়াবেন। এরপরেই তিনি আরেকটি টুইট করে লিখেছেন, ‘আমার কিছুই হারানোর নেই। আমি একটা কণ্ঠস্বরের সঙ্গে থাকতে চাই যা কোনো ভয় ছাড়াই কথা বলে। যদি বিনিময়ে আমার জীবন দিতে হয় তাই দেব।’

Avatar

Papiya Paul

X