অফবিট,লেবু চাষ,ব্যবসায়ী টিপস,চাষের পদ্ধতি Offbeat,Lemon Farming,Business Tips,Farming Process

Papiya Paul

লেবুর দাম আকাশছোঁয়া, এবার বাড়িতেই করুন লেবু চাষ, হবে মোটা অঙ্কের আয়

এখন বাজারে লেবুর (Lemon) দাম আকাশছোঁয়া। কিন্তু এই গরমের সময় লেবুজল ছাড়া চলবে না। আবার খাওয়ার পাতে লেবুকে রাখতে হবে। তাই অনেকেই বাড়িতে লেবু চাষ করে থাকেন।

   

তবে আপনি চাইলে আপনার বাড়ির বারান্দা বা ছাদেও একটি পাত্রের মধ্যে লেবু গাছ লাগাতে পারেন। এর কিছু পদ্ধতি রয়েছে। আকাশ জয়সোয়াল নামক একজন বাগান বিশেষজ্ঞ যিনি মাত্র ১৪ বছর বয়স থেকেই বাগান চাষ করছেন। তার বাড়ির ছাদ বাগানে ২৫০টির বেশি বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে।

তিনি তার বাড়িতে লেবু চাষ করে থাকেন। তিনি বলেছেন যে যদি আপনি আপনার পাত্রে লেবুর ভালো ফলন চান তাহলে প্রথমে নার্সারি থেকে একটি ভালো মানের চারা নিয়ে আসতে হবে। এই গাছটিকে কমপক্ষে এক বছরের পুরনো হতে হবে। আবার যে যে গাছে ফুল বেশি হবে সেখানে ফল ও বেশি হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে লেবু গাছের ডালপালা দ্রুত ছড়িয়ে পড়ে, তাই ছোট পাত্রে লাগানো যাবেনা।

কমপক্ষে ১৬ থেকে ১৮ ইঞ্চি পাত্রে লেবু গাছ লাগাতে হবে। যাতে শিকড় ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। আর এর সাথেই যে পাত্রটিতে রাখা হবে সেই পাত্রের পিছন যাতে রুক্ষ না হয়। সমতল পাত্রে রাখতে হবে। এছাড়া সূর্যের আলো সরাসরি পড়তে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আবার বেশি জোরে বাতাস এবং অতিরিক্ত জল থেকেও এই গাছকে রক্ষা করতে হবে। আপনি চাইলে এইভাবে লেবু চাষ করে বাজারে বিক্রিও করতে পারেন। এর থেকে মোটা টাকা আয় হবে আপনার।