Arijit

দু’বছরের চুক্তিতে পিএসজিতে মেসি, তবে পাবেন না প্রিয় ১০ নম্বর জার্সি, জানুন মেসির নতুন জার্সি নম্বর

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ 17 বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। বার্সেলোনা ছেড়ে এই মুহূর্তে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগদান করেছেন লিও মেসি। ইতিমধ্যে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন মেসি। তবে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে মেসির, এমনটাই খবর শোনা যাচ্ছে। তবে নতুন ক্লাবে যোগদান করলেও প্রিয় 10 নম্বর জার্সি আর পাবেন না লিও মেসি। জানা গিয়েছে পিএসজিতে 30 নম্বর জার্সি পড়েই খেলতে হবে মেসিকে।

   

বার্সেলোনা হোক কিংবা আর্জেন্টিনার জাতীয় দল সব জায়গাতেই 10 নম্বর জার্সি পরে মাঠে নামতেন মেসি। 10 নম্বর জার্সি এবং মেসি যেন সমার্থক শব্দ ছিল। তবে বার্সেলোনায় ছাড়ার পর মেসির যখন পিএসসিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। তখন থেকে একটাই প্রশ্ন ঘুরপাক করছিল পিএসজিতে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন মেসি? অবশেষে মিলল সেই উত্তর। পিএসজিতে 30 নম্বর জার্সি গায়ে খেলবেন মেসি।

মঙ্গলবারই পিএসজি ক্লাবে গিয়ে সরকারিভাবে যোগদান করেছেন মেসি। নতুন ক্লাবে যোগদানের পরই মেসি জানিয়েছেন, ” পেশাদার ফুটবলার হিসেবে আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। আশা করছি নতুন ক্লাবকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারবো। এবারের দল খুব সুন্দর গঠন করা হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।”