ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,Viral Video,Social Media,Leopard,Cow,বাঘ,গরু

Moumita

তারের এপার থেকে গরুর টুটি চেপে ধরে চিতাবাঘ, মুহূর্তের মধ্যেই ভাইরাল গরু-বাঘের লড়াইয়ের দুর্ধর্ষ ভিডিও

এই দুনিয়ায় টিকে থাকতে গেলে লড়াই করতে হয়। পরিস্থিতি যেভাবে বদলায় সেভাবেই নিজেকে বদলে নিতে হয়। আজকের মর্ডান ভাষায় বললে নিজেকে আপগ্রেড বা আপডেট করতে হয়। তাতে সে মানুষ হোক কি জঙ্গলের পশুপাখি। ডারউইনের তত্ত্ব অনুযায়ী যে লড়াই করতে পারে সেই টিকে থাকে।

   

আর এই ডারউইনের এই তত্বেরই এক বাস্তব উদাহরণ হয়ে ধরা দিলো একটি ভাইরাল ভিডিও। সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ভিডিওটি যেন ডারউইনের করার ‘অডিও-ভিজুয়াল’ পরিবেশনা।

১৫ আগস্ট, আমাদের স্বাধীনতা দিবসের দিন সাকেত বাদোলা যিনি পেশায় একজন বন আধিকারিক তিনি একটি ভিডিও টুইট করেছেন। আর হাড় হিম করা এই ভিডিও দেখার পর থেকে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে নেটপাড়ায়। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ একটা প্রমাণ মাপের গরুর টুঁটিতে কামড় বসিয়েছে। গরুটি রাস্তার একটি লোহার ব্যারিকেডের এপারে এবং চিতাবাঘটি রয়েছে ওপারে। তারই মাঝের ফাঁক দিয়ে গরুটির গলায় থাবা বসিয়েছে শ্বাপদটি।

গরুটি প্রাপণপনে চেষ্টা করছে চিতার থাবা থেকে মুক্তি পেতে। কিন্তু কোনোভাবেই তা পারছেনা। একটা সময় অনেক চেষ্টা করেও যখন আর পারলো না তখন হাল ছেড়ে দেয় গরুটি। অনেকক্ষণ চেষ্টা করার পর শেষমেষ হাল ছেড়ে দেয় গরুটি।

আর তারপরই নিমেষের মধ্যে ব্যারিকেডের তলা থেকে গরুটিকে নিয়ে উধাও হয়ে যায় চিতাবাঘটি। লোমহর্ষক এই ভিডিওটি নেটমাধ্যমে আসা মাত্রই মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট বাসীদের মধ্যে। যদিও ঘটনাটি ঠিক কোন জায়গায় ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।