লাইব্রেরীয়ান,চাকরি,পশ্চিমবঙ্গ,ভ্যাকেন্সি,Librarian,Job,West Bengal,Vacancy

Moumita

চাকরীপ্রার্থীদের জন্য বড়ো সুযোগ, ফের রাজ্যের লাইব্রেরীয়ান পদের জন্য নিয়োগ শুরু, বেতন প্রায় ৮৩ হাজার টাকা!

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। লাইব্রেরীয়ান পদের জন্য কর্মী নিয়োগ হবে খুব শীঘ্রই। রাজ্য সরকারের অধীনে চাকরি করার সুযোগ রয়েছে আপনার হাতে। চলুন জেনে নিই এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য‌।

   

মোট শূন্যপদ :

জানিয়ে রাখি মোট ৫ টি পদে হবে নিয়োগ। এরমধ্যে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য রয়েছে ১ টি পদ। UR (EC)-র জন্য বরাদ্দ করা হয়েছে ১ টি। SC(EC) ক্যাটেগরির প্রার্থীদের জন্য রয়েছে ১ টি পদ। এছাড়াও তফসিলি উপজাতিদের জন্য ১ টি ও OBC A ক্যাটেগরির প্রার্থীর জন্য ১ টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

পশ্চিমবঙ্গের লাইব্রেরীয়ান পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তাদের লাইব্রেরী ও তথ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও থাকতে হবে বাংলা ভাষায় দক্ষতা।‌ লিখতে ও পড়তে জানতে হবে প্রার্থীদের। জানিয়ে রাখি চুক্তি ভিত্তিক এই পদের মেয়াদ দুই বছরের।

বয়সসীমা :

যে সকল প্রার্থী রাজ্যের লাইব্রেরীয়ান পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক বয়স হতে হবে ৪০ বছর। উল্লেখ্য, এই ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সংরক্ষণের নিয়ম অনুযায়ী আলাদা ছাড় পাবেন।

বেতন :

যদি উপরোক্ত পদে নিযুক্ত হন তাহলে প্রার্থী বেসিক পে লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

আবেদন পদ্ধতি:

প্রথমে আবেদন পত্র ডাউনলোড করে তাতে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথীপত্র সহ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তবে খাম এবং আবেদন পত্রের উপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা লিখতে ভুলবেননা।

প্রয়োজনীয় নথিপত্র :

সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

আধার কার্ড / ভোটার কার্ডের ফোটোকপি

মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র

অভিজ্ঞতার সংশাপত্র

জাতিগত সংশাপত্র

২ কপি পাসপোর্ট সাইজের ছবি

আবেদনের সময় সীমা :

১৫ জুলাই পর্যন্ত আবেদন করা য

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library Officer, At-DRDA Building (2nd Floor), Zilla Parishad Campus, Midnapore-721101