LIC Jeevan Anand Policy will give upto Rs 25 Lakh return with invesemnt of just Rs 45 per day

মাত্র ৪৫ টাকা দিয়েই ২৫ লাখের রিটার্ন, বাজার কাঁপানো প্ল্যান লঞ্চ করল LIC

নিউজশর্ট ডেস্কঃ বর্তমনে সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতের সঞ্চয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভালো বিনিয়োগের স্কিমের খোঁজ করে থাকেন অনেকেই। এক্ষেত্রে দেশের সবচেয়ে পুরোনো ও বিস্বস্ত বীমা সংস্থা এলআইসি (LIC) এর উপরে চোখ বুঝে ভরসা করেন দেশবাসী। গ্রাহকদের জন্য প্রায়শই দুর্দান্ত সমস্ত স্কিম নিয়ে হাজির হয় LIC। আজ এমনই একটি স্কিম সম্পর্কে আপনাদের জানাবো যেখানে নূন্যতম ৪৫ টাকা ইনভেস্ট করেই মোটা রিটার্ন পাওয়া সম্ভব।

বাজারের অন্যান্য স্কিম যেমন মিউচুয়াল ফান্ড বা SIP এর থেকে LIC এর প্রিমিয়াম সাধারণত একটু বেশিই হয়ে থাকে। তাই কম বয়সীরা অনেক সময় LIC এর থেকে দূরত্ব বজায় রাখেন। কিন্তু যখন প্রশ্ন আসে নিরাপত্তার তখন বয়স্ক বা জ্ঞানী লোকেদের ভরসা LIC। কারণ ১৯৫৬ সাল থেকে আজ পর্যন্ত ৬৮ বছর ধরে গ্রাহকদের টাকা দিয়ে আসছে সংস্থাটি।

LIC Jeevan Anand Policy

আজ যে স্কিমটির সম্পর্কে জানাবো সেটির নাম হল এলআইসি জীবন আনন্দ (LIC Jeevan Anand)। জানলে অবাক হবে মাত্র ৪৫ টাকা করে দিয়েই ২৫ লক্ষ টাকা জমাতে পারবেন এই স্কিমে। শুধু তাই নয়, এটি একটি টার্ম পলিসি হওয়ার কারণে আরও একাধিক সুবিধা পাওয়া যায়। যদি কোনো কারণে বীমা হোল্ডারের মৃত্যু হয় তাহলে নমিনি ১২৫ ডেথ বেনিফিট পেয়ে যান সাথে সাথেই।

জীবন আনন্দ পলিসিতে আকস্মিক মৃত্যু, দুর্ঘটনার কারণে ডিসেবিলিটি, অ্যাকসিডেন্ট বেনিফিট রাইডার (দ্বিতীয় ব্যক্তি), নতুন ইন্স্যুরেন্স রাইডার যুক্ত করার মত সুবিধাও পাওয়া যায়। তবে এই বীমার পেমেন্ট করলে কোনো ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না।

জীবন আনন্দ পলিসির সুবিধা

  • পলিসি হোল্ডারকে নূন্যতম ৬.২৫ লক্ষ রিস্ক কভার দেওয়া হয়, যেটা সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
  • এই প্লানের ম্যাচিওর হওয়ার মেয়াদ ১৫ থেকে ৩৫ বছর পর্যন্ত
  • এই পলিসি এর নূন্যতম Sum Assured ১ লক্ষ টাকা

আরও পড়ুনঃ কৃষকদের জন্য বিরাট ঘোষণা, ১০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার! ৩১শে আগস্টের আগেই করুন আবেদন

কিভাবে ৪৫ টাকা দিয়ে পাবেন ২৫ লক্ষ? 

যদি কোনো ৩০ বছরের ব্যক্তি এই প্ল্যান নেন, ও প্রতিদিন ৪৫ টাকা হিসাবে মাসে ১৩৪১ টাকার প্রিমিয়াম দেন। তাহলে ৩৫ বছর পর ৫ লাখের Sum Assured এর সাথে ৮.৫ লাখের বোনাস ও ১১.৫০ লক্ষ টাকার অতিরিক্ত বোনাস পাওয়া যাবে। সব মিলিয়ে হিসাব করলে দেখা যাবে দিনে মাত্র ৪৫ টাকা খরচ করেই আপনি ২৫ লক্ষ টাকা রিটার্ন পাচ্ছেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X