LIC New policy will give you huge return after maturity

মাসে ২৩৩ টাকা বিনিয়োগ করলেই পেতে পারেন প্রায় ১৮ লাখ টাকা! LIC-র নতুন পলিসিতে এভাবে নিন ফায়দা

নিউজশর্ট ডেস্কঃ একদিকে যেমন কিছু মানুষ নিজের চাকরি জীবন উপভোগ করে অপরদিকে কেউ আবার ব্যবসা করতে পছন্দ করে। তবে প্রত্যেক মানুষই ভবিষ্যতে অর্থনৈতিক সুরক্ষার জন্য কোথাও না কোথাও অর্থ বিনিয়োগ(Investment) করে থাকে এবং এটি করা উচিত। এমতাবস্থায় কমবেশি সকলেরই যেটা প্রথম চাহিদা থাকে তা হলো ন্যূনতম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করা। আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই LIC-এর(Life Insurance Corporation Of India)এই বিশেষ স্কিমটি শুধুমাত্র আপনার জন্যই।

LIC জীবন লাভ পলিসি

জীবন বীমা সংক্রান্ত ব্যাপারে LIC সবসময় তার গ্রাহকদের কথা ভেবে নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। বীমার কথা বললে প্রতিটি ভারতীয়র মাথায় প্রথম যে নামটা আসে তা হলো LIC। আজ আমরা LIC এর জীবন লাভ পলিসির কথা বলবো। এই নীতির বিশেষত্ব হলো এই নন-লিঙ্কড প্ল্যানটি ৯৩৬ হয়, কিন্তু এটি কোনো স্টকের উপর নির্ভরশীল নয়, তাই বলাই যায় যে এই প্ল্যানটি সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে এই স্কিমে বিনিয়োগকারীরা বেশ ভালো রিটার্ন পাচ্ছেন।

জীবন লাভ পলিসির সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হলো এতে আপনাকে বিশাল পরিমাণ প্রিমিয়াম দিতে হবে না। এর জন্য, আপনাকে প্রতিদিন মাত্র ৮ টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ প্রতি মাসে ২৩৩ টাকা এবং ম্যাচুরিটির পর আপনার হাতে আসবে প্রায় ১৭ লক্ষ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, জীবন লাভ পলিসির মেয়াদ ১৬ বছর থেকে ২৫ বছর পর্যন্ত। একই সাথে, এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন বয়স ৮ বছর থেকে সর্বোচ্চ ৫৯ বছর নির্ধারণ করা হয়েছে।

এমতাবস্থায় পলিসি গ্রহণকারী যদি কোনো দূর্ঘটনায় মারা যায়, তাহলে এই পলিসির সমস্ত সুবিধা নমিনি যিনি থাকেন তাকে দেওয়া হয়। একই সঙ্গে নমিনি যিনি থাকেন সেই ব্যক্তিকে বোনাসের সুবিধাও দেওয়া হয়। তাই কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যত সুরক্ষিত করতে চাইলে আজই বিনিয়োগ করুন LIC এর জীবন লাভ পলিসিতে।

Papiya Paul

X