বুড়ো বয়সে জীবন কাটান মনের আনন্দে, LIC-র এই প্ল্যানে মাসে মিলবে ৬০ হাজার টাকা পেনশন

নিউজশর্ট ডেস্কঃ বার্ধক্যের সময় নিজের জমানো টাকাকে সবচেয়ে বেশি সম্বল মনে করা হয়। এই সময় নিজের মর্জি মতো নিজের পয়সা খরচ করার ইচ্ছেও থাকে সকলের। কিন্তু এই বার্ধক্যের সময় যখন আর পরিশ্রম করে টাকা উপার্জন করার মত অবস্থা থাকে না, তখন যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আর কোন ইচ্ছাই পূরণ করা সম্ভব হয় না। আর যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনাকে কারোর উপরে নির্ভর করতে হবে না।

এইজন্যেই মানুষজন অবসরের আগে বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করেন। আর বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করে রাখেন। যেগুলো থেকে ভবিষ্যতে ভালো রিটার্ন মেলে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি স্কিম নিয়ে আপনাদেরকে জানাবো। আপনি এলআইসির সরল পেনশন প্ল্যানে(LIC Saral Pension Yojana) টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে আপনার বিনিয়োগ যেমন সুরক্ষিত থাকবে তেমনি আজীবন পেনশনের সুবিধা পাবেন।

এই প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল এখানে পেনশন(Pesnion Scheme) পাওয়ার জন্য আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি ৪০ বছর বয়স থেকেই পেনশনের সুবিধা পাবেন। এটি একটি তাৎক্ষণিক বার্ষিক পরিকল্পনা। যেখানে পলিসি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেনশন পেতে শুরু করবেন। এই স্কিমের অধীনে পলিসি কেনার সময় আপনাকে একবার প্রিমিয়াম দিতে হবে। আর পলিসি হোল্ডার প্রিমিয়াম প্রেমেন্ট করার পরেই পেনশন পাবেন এবং একই পরিমান পেনশন সারা জীবন ধরে পাওয়া যাবে। এক্ষেত্রে পলিসের ক্রেতা যদি কোনো কারণে মারা যান তাহলে তার জমা টাকার পরিমাণ তার নমিনিকে ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন: প্রতিদিন ৫৪ টাকা করে ইনভেস্ট করলে মিলবে মোটা টাকা রিটার্ন, এই LIC পলিসিতে টাকা রাখলে জীবন সুরক্ষিত

এই প্ল্যানে আপনি ন্যূনতম ১০০০ টাকা মাসিক পেনশন পেতে পারেন। তবে এই পেনশনের অঙ্ক আপনার বিনিয়োগের পরিমাণের ওপর নির্ভর করে থাকে। আপনি পেনশনের জন্য মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পেনশনের বিকল্প পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে পেনশন দেওয়া হবে। আপনি এই পেনশন অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিনে নিতে পারবেন।

আপনি ৪০ বছর থেকে ৮০ বছর বয়সের মধ্যে যেকোনো সময় এটিতে বিনিয়োগ করতে পারেন। আপনি যদি ৪০ বছর বয়সে এসে এই স্কিমে বিনিয়োগ করেন, তাহলে ওই বয়স থেকেই পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন যা সারাজীবন মিলবে। এই পলিসি কেনার তারিখ থেকে ছয় মাস পরে বা যে কোন সময় উইথড্রো করা যেতে পারে। এই পেনশন পরিকল্পনার সুবিধা দুটো উপায়ে রয়েছে। প্রথমত একক জীবন এবং দ্বিতীয় যৌথ জীবন।

আরও পড়ুন: এবার স্বামী-স্ত্রীর সম্পর্ক হবে আরো মজবুত, LIC-র এই নতুন স্কিম জানলে লুফে নেবেন আপনিও

যতদিন পলিসি হোল্ডার বেঁচে থাকবেন ততদিন তিনি এই পেনশন পেতে পারবেন। আর তার মৃত্যুর পরে বিনিয়োগের পরিমাণটা নমিনিকে ফেরত দেওয়া হবে। আর যৌথ জীবনে স্বামী-স্ত্রী উভয়কেই এই পলিসিতে জুড়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে প্রাথমিক পলিসি হোল্ডার জীবিত থাকা পর্যন্ত পেনশন দেওয়া হয় এবং তার মৃত্যুর পরে তার স্ত্রী পেনশনের সুবিধা পেয়ে যান। আর দুজনের মৃত্যু হলেই জমানো টাকা নমিনিকে দেওয়া হয়। ধরুন, একজন ব্যক্তি ৬০ বছর বয়সে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। তাহলে তিনি প্রত্যেক বছর ৫৮ হাজার ৯৫০ টাকা করে পেনশন পাবেন।

Papiya Paul

X