LIC

LIC: LIC-র গ্রাহকদের জন্য বড় আপডেট! নিজের টাকা বাঁচাতে চাইলে জেনে রাখুন নতুন নির্দেশিকা

নিউজ শর্ট ডেস্ক: এলআইসির (LIC) তরফ থেকে কোটি কোটি গ্রাহকদের জন্য জারি করা হয়েছে এক নতুন সতর্কবার্তা (Alert)। কেউ যদি  এলআইসির কোনো পলিসির গ্রাহক হয়ে থাকেন অথবা এলআইসির পলিসি (LIC Policy) নিয়ে থাকেন তাহলে এখনই জেনে নিন কোম্পানির তরফ থেকে নতুন কোন সতর্কবার্তা জারি করা হয়েছে।

এখানে বলে রাখি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া য় প্রায় দিনই কোনো না কোনো গুজব রটতে থাকে। তাই সোশ্যাল মিডিয়ায় গুজব রটানোর বিষয়টি নতুন নয় একেবারেই। এবার LIC পলিসি সংক্রান্ত এমনই কিছু গুজব নজরে আসতেই সমস্ত গ্রাহকদের সতর্ক করল এলআইসি।

বুধবার  লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি,কোম্পানির ব্র্যান্ড নেম এবং লোগোর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলিতে প্রতারণামূলক বিজ্ঞাপন দেওয়ার সাথে জড়িত কিছু ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।

এলআইসি,LIC,পলিসি,Policy,সতর্কবার্তা,Alert,সোশ্যাল মিডিয়া,Social Media,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেই সাথে তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া অফ প্লাটফর্মে এলআইসি তাদের পলিসি হোল্ডারদের সতর্ক থাকার জন্য আবেদন করেছে। সেই সাথে তাদের সবকিছুর সত্যতা যাচাই করার-ও নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে  এলআইসি তার পলিসি হোল্ডারদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য ধামাকা অফার দিচ্ছে PNB! ঘরে বসেই ১৫ দিনে লাভ হবে ৫ লক্ষ টাকা

সেই সাথে সবকিছুর সত্যতা যাচাই করারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন  এলআইসির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনরকম অনুমতি না নিয়ে আমাদের এলআইসির ব্র্যান্ড নেম ও লোগো সমেত উর্দ্ধতন  কর্মকর্তা এবং প্রাক্তন কিছু কর্মকর্তার ছবির অপব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতারণামূলক বিজ্ঞাপন তৈরি করছে।’

এলআইসি,LIC,পলিসি,Policy,সতর্কবার্তা,Alert,সোশ্যাল মিডিয়া,Social Media,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির এই ধরনের বিভ্রান্তিকর কার্যকলাপ সম্পর্কে জনগণকে সতর্ক করতেই এলআইসি এই পদক্ষেপ নিয়েছে। এলআইসি অধিকারীরা জনসাধারণকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপনের ইউআরএল লিঙ্গ গুলি সম্পর্কে তথ্য সরবরাহ করতে বলেছেন। সেইসাথে  বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের  প্রতারণামূলক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে l

Avatar

anita

X