Arijit

সরাসরি তৃণমূল বিধায়কের সমর্থনে নামলেন লকেট চট্টোপাধ্যায়, তুঙ্গে জল্পনা

গত কয়েকদিন ধরে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মনোরঞ্জনবাবু দু’দিন আগে ফেসবুকে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘হয়ত রাজনীতিতে না এলেই ভালো হত।” ওনার এই ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে মনোরঞ্জনবাবুকে সমর্থন করে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী বলেন, “রাজ্যের নেতা-মন্ত্রীরা দুর্নীতিপরায়ণ। বাংলার মানুষ রাজ্য ও কেন্দ্র কোনও সরকারের প্রকল্পের সুবিধা পান না। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার দায়বদ্ধ, কিন্তু তাঁরা সেই কাজ করতে ব্যার্থ।” লকেট চ্যাটার্জী আরও বলেন, তৃণমূল বাংলার ক্ষমতায় রয়েছে ঠিকই, কিন্তু শাসক দলের বহু বিধায়কই কোনও কাজ করার সুযোগ পাচ্ছেন না।