Lopamudra Mitra annouces Joy Lopa Express Music Programme postponed due to RG Kar issue

‘আমরা কেউ ভালো নেই, সব টাকা ফেরত দেব’, আরজি কর কাণ্ডের জেরে বড় সিদ্ধান্ত নিলেন জয়-লোপামুদ্রা

নিউজশর্ট ডেস্কঃ আরজি করে ঘটনা যে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী তথা গোটা দেশের মানুষকে সেটা বলার অপেক্ষা রাখে না। জেলায় জেলায় প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক নারী-পুরুষ সকলে। শেষ কবে এতটা সংঘবদ্ধভাবে এতটা সুশৃঙ্খল ভাবে সাধারণ মানুষ এক হয়ে আন্দোলন করেছিল হয়তো অনেকেই মনে করতে পারবেন না। তবে আমজনতা একা নয়, তাদের সাথে পায়ে পা মিলিয়েছেন একাধিক সেলিব্রিটিরাও।

কিছুদিন আগেই নিজের সংগীতানুষ্ঠান স্থগিত রাখার কথা জানিয়েছিলেন বিশ্ববিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। এবার একই ভাবে নিজেদের গানের অনুষ্ঠান বাতিলের কথা জানালেন বাংলার দুই সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। আগামী ১৩ সেপ্টেম্বর  ‘জয়-লোপা’ এক্সপ্রেস নামক একটি অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা ছিল বিরল সভাঘরে। কিন্তু সেটা আপাতত আর হচ্ছে না বলেই জানালেন গায়িকা।

এদিন ফেসবুকে একটি পোস্ট করে লোপামুদ্রা জানান, তিলোত্তমার জন্য আমরা কেউ ভালো নেই। এই মানসিক অবস্থায় সব ভুলে হইহই করে গান বাজনায় মন দিতে পারছি না। আমরা সংগীতশিল্পী, যন্ত্র শিল্পী, আমাদের কাজই মানুষকে ভালো রাখা। দীর্ঘ ৩০ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের সাথে এই কাজ করে চলেছি আমি ও জয়। আমাদের সাথে জড়িয়ে গিয়েছে বহু মানুষের পেশা-রুজি-রোজগার। তবুও আগামী ১৩ই সেপ্টেম্বর জয়-লোপা এক্সপ্রেস চলবে না।’

এখানেই শেষ নয়, অনুষ্ঠান বাতিলের গোষণার পাশাপাশি টাকা ফেরত দেওয়ার কথাও জানান তিনি। ওই পোস্টেই শেষে লেখেন, অনলানে যাঁরা টিকিট কেটেছিলেন তাদের টাকা সোজাসুজি ব্যাঙ্কে ফেরত চলে যাবে। আর যারা অফলাইনে বুকিং করেছিলেন তাদের কষ্ট করে টিকিটের দাম ফেরত নিয়ে যেতে হবে। এছাড়া আর কিছু জিজ্ঞাস্য থাকলে পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

আরও পড়ুনঃ স্পাই ক্যামেরা দিয়ে নায়িকাদের নগ্ন ভিডিও! ইন্ডাস্ট্রির নোংরা সত্যি নিয়ে বিস্ফোরক রাধিকা

প্রসঙ্গত, আরজি করে ঘটনার প্রতিবাদে টলিপাড়ার সেলিব্রিটি থেকে একাধিক সংগীত শিল্পীরা রাস্তায় নেমেছিলেন। রাত দখল ও তিলোত্তমার জন্য বিচার চাওয়ার সেই মিছিলে দেখা গিয়েছিল লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী থেকে কৌশিকী চক্রবর্তী সহ আরও একাধিক ব্যক্তিত্বদের। তাছাড়া সকলের প্রিয় অরিজিৎ সিং রাস্তায় নেমে প্রতিবাদে শামিল না হলেও গান লিখেছেন ‘আর কবে?’। একইসাথে এমন একটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X