নিউজ শর্ট ডেস্ক: বিগত কয়েক বছরে ভারতের অটোমোবাইল বাজারের ছবিটা একেবারে বদলে গিয়েছে। এখনকার দিনে গ্রাহকরা বাজেটের গাড়ির থেকেও অনেক বেশি পছন্দ করছেন মিড রেঞ্জের এসইউভি (SUV)। তাই এখনকার দিনে কম্প্যাক্ট কমপ্যাক্ট এসইউভ হয়ে উঠেছে ভারতীয়দের চোখের মণি.
এসইউভির আরামদায়ক পরিষেবাই এর এই আকাশছোঁয়া জনপ্রিয়তার অন্যতম কারণ। এই এস ইউ ভি গাড়ি গুলিতে অনেকটা যেমন অনেকটা জায়গা থাকে, তেমনি এর স্পিড-ও থাকে দুর্দান্ত। তাই এখনকার দিনে অধিকাংশ গাড়ির কোম্পানিগুলিও তাদের সংগ্রহে একটি বা দুটি কমপ্যাক্ট এসইউভি রাখছে। তবে এসবের মধ্যেই এই মুহূর্তে ভারতের বাজার কাঁপাচ্ছে একটিই গাড়ি।
তাই বর্তমানে এই গাড়িই হয়ে উঠেছে ভারতীয় গ্রাহকদের প্রথম পছন্দ। ডিজাইনের সাথে মিল থাকার কারণে এই গাড়িটিকেই অনেকে আমজনতার রেঞ্জ রোভার (Range Rover) বলেও আখ্যা দিয়ে থাকেন। সবচেয়ে মজার বিষয় হল ৯ লক্ষ টাকা দামের এই গাড়িতে চড়ে মানুষ ৮০ লক্ষ টাকার রেঞ্জ রোভারের মজা উপভোগ করবেন।
এই গাড়িই হয়ে উঠেছে ভারতীয় গ্রাহকদের প্রথম পছন্দ। গত বছরেই ভারতের বাজারে ব্রেজা ফেসলিফ্ট (Brezza Facelift) লঞ্চ করেছিল মারুতি সুজুকি (Maruti Suzuki)। যা বাজারে আসার পর থেকেই গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।ব্রেজার পিছনের ডিজাইন-ও অবিকল রেঞ্জ রোভারের মতোই।
আরও পড়ুন: কোনো কথা হবে না! এবার ভারতের বাজার কাঁপাতে আসে হিরোর এই নতুন ই-সাইকেল
শুরু থেকেই এই ব্রেজা এতটাই জনপ্রিয়তা পেতে শুরু করে যে গাড়ি লঞ্চের ২ মাসের মধ্যেই ১ লাখের বেশি ইউনিট বুকিং হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী গত বছরেই ব্রেজার লাখ লাখ ইউনিট বিক্রি হয়েছে। পরিসংখ্যানের হিসাবে, প্রতি মাসে গড়ে ১৩ হাজার থেকে ১৫ হাজার বিক্রি করছে মারুতি সুজুকি। এই গাড়ির ডিজাইনও বেশ মনে ধরেছে গ্রাহকদের। শুধু তাই নয় এই গাড়ির মাইলেজ,পাওয়ার এবং পারফরম্যান্সও সবটাই এককথায় চমৎকার।
এখানেই শেষ নয় ব্রেজার মাইলেজ-ও দারুন। জানা যাচ্ছে ১ লিটার পেট্রোল ভরলে এই গাড়ি মোট ২০.১৫ কিমি পথ অতিক্রম করতে পারে। এছাড়া ১ কেজি সিএনজিতে এই গাড়ি মোট ২৫.৫১ কিমি মাইলেজ দিয়ে থাকে।এটি জ্বালানি সাশ্রয়ের জন্য হালকা হাইব্রিড প্রযুক্তিতে সাজানো হয়েছে।এছাড়াও এতে রয়েছে ১.৫ লিটার K15C ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন ১০১ হর্স পাওয়ার শক্তি এবং ১৩৬ Nm টর্ক জেনারেট করে। CNG মোডে ইঞ্জিন ৮৮ হর্স পাওয়ার এবং১২১.৫Nm টর্ক দিয়ে থাকে। প্রসঙ্গত, ৫ আসনের এই গাড়ির বুট স্পেস ৩২৮ লিটার। ভারতের বাজারে এই গাড়ির দাম ৮.১৯ লক্ষ টাকা থেকে শুরু হয়।