নিউজ শর্ট ডেস্ক: এমনিতেই ভ্রমণ পিপাসু মানুষের সারা বছরই পায়ের তলায় সর্ষে। ঘুরতে যাওয়ার কথা উঠলেই মনটা যেন আনন্দে নেচে ওঠে। ওদিকে ঋতুচক্রের নিয়মে দেখতে এসে পড়েছে শীতকাল। আর শীতকাল পড়তেই টোটো কোম্পানিদের মনটা বাড়িতে বসে না কিছুতেই। কিন্তু বছর শেষের আগে পকেট গড়ের মাঠ!তবে চিন্তা নেই, এবার পর্যটকদের সাধ্যের মধ্যে সাধপূরণের জন্য সাশ্রয়ী মূল্যে একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে IRCTC.
তাই এবার রাজস্থানের মতো জায়গাও ঘুরে আসা যাবে একেবারে জলের দামে। IRTC-র এই লোভনীয় প্যাকেজটি নিতে চাইলে শুধুমাত্র টিকিট বুকিং করলেই ব্যাস কেল্লাফতে! টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং কোনও ঝামেলাই আর পোহাতে হবে না আপনাকে। বেড়ানোর যাবতীয় দায়িত্ব বহন করবে IRCTC। তাই খরচের কথা ভেবে এখনও পর্যন্ত যারা ডিসেম্বরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু এটাই সুযোগ। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক IRTC-র এই দুর্দান্ত অফার।
IRCTC রাজস্থান ট্যুর প্যাকেজ
রাজস্থান সফরের এই প্যাকেজটি শুরু হচ্ছে ১২ ডিসেম্বর থেকে। এই প্যাকেজের একটি টিকিট বুকিং করেই উদয়পুর, কুম্ভলগড় এবং মাউন্ট আবু ভ্রমণ করা যাবে । ৪ রাত ৫ দিনের এই প্যাকেজের মেয়াদ ১৭ ডিসেম্বর পর্যন্ত। দিল্লি থেকে ফ্লাইটের মাধ্যমে এই সফর শুরু হবে।
জনপ্রতি কত ভাড়া?
এবার আসি ভাড়ার কথায়। IRCTC-র তথ্য অনুযায়ী দুই জনের প্যাকেজ নিয়ে ভ্রমণ করলে জনপ্রতি খরচ হবে ৩৯৪০০ টাকা। আর তিনজন ভ্রমণ করলে জনপ্রতি ভাড়া হবে ৩৭৭০০ টাকা। তবে কেউ যদি একা ভ্রমণ করেন তাহলে ৪৮১০০ টাকা ভাড়া দিতে হবে। সঙ্গে কোনো শিশু থাকলে ৫ থেকে ১১ বছরের কোনও শিশুর বিছানা সহ ভাড়া হবে জনপ্রতি ৩২৬০০ টাকা। বিছানা ছাড়া জনপ্রতি ভাড়া হবে ৩১৯০০ টাকা। এছাড়া যদি বাচ্চার বয়স ২ থেকে ৪ বছর হয় তাহলে জন্য প্রতি ভাড়া পড়বে ২৫৯০০ টাকা।
রয়্যাল রাজস্থান এক্স ভোপাল ট্যুর প্যাকেজ ভ্রমণ
এই সফর শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। ৯ দিন এবং ৮ রাতের এই প্যাকেজটিতে থাকছে ফতেপুর সিক্রি, জয়পুর, বিকানির, জয়সলমীর, জোধপুর এবং উদয়পুর দেখার সুযোগ। যাঁরা একা যাবেন তাঁদের খরচ হবে ৫৮ হাজার ৫০০ টাকা। দু’জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করলে জনপ্রতি খরচ হবে ৪২ হাজার ৯০০ টাকা। তিনজন যাত্রী একসাথে গেলে জনপ্রতি খরচ হবে ৪০২০০ টাকা ।
আরও পড়ুন: এবার ট্রেনের টিকিট বাতিল করলেই দিতে হবে এত বেশি টাকা! নিয়ম বদল করল IRCTC
গ্যাংটক ও দার্জিলিং
এছাড়াও রয়েছে ৫ রাত এবং ৬ দিনের গ্যাংটক ও দার্জিলিং ভ্রমণের প্যাকেজ। যা শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এই সফরে দার্জিলিং, গ্যাংটক, এবং কালিম্পং ঘোরার সুযোগ পাওয়া যাবে।