Arijit

নিলামের আগেই এই তিন সুপারস্টারকে দলে নিতে চলেছে লখনউ, ভয়ে কাঁপছে অন্যরা

অন্যান্য বারের থেকে এবারের আইপিএল নিয়ে ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মতে উন্মাদনা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এবার আইপিএলে যুক্ত হয়েছে দুটি নতুন ফ্রাঞ্চাইজি দল আমেদাবাদ এবং লখনউ। অর্থাৎ আগামী মরশুম থেকে আইপিএল খেলবে দশটি দল। যা নিয়ে ইতিমধ্যেই জোর কদমে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

   

দুটি নতুন ফ্রাঞ্চাইজির মধ্যে সঞ্জিব গোয়েঙ্কার লখনউ ফ্র্যাঞ্চাইজি নিয়েই চলছে সবথেকে বেশি আলোচনা। কারণ ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স এর দুবার আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর দলের মেন্টর করে বিশেষ চমক দিয়েছে লখনউ। আইপিএলে আসন্ন মরশুম নিয়ে বড়সড় প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া। এক বিবৃতির মাধ্যমে আকাশ চোপড়া জানিয়েছেন কোন তিন সুপারস্টার ক্রিকেটার যেতে চলেছেন লখনউ ফ্রাঞ্চাইজিতে।

যেহেতু এবার রয়েছে মেগা নিলাম। তাই বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজি গুলি। আর এই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করতে চলেছে সঞ্জিব গোয়েঙ্কার লখনউ ফ্র্যাঞ্চাইজি। আকাশ চোপড়া জানিয়েছেন লখনউ ফ্র্যাঞ্চাইজি নিতে চলেছে পাঞ্জাব কিংসের প্রাপ্তন অধিনায়ক কে এল রাহুল এবং হায়দ্রাবাদের প্রাপ্তন তারকা রাশিদ খানকে। সেই সঙ্গে মুম্বাইয়ের ছেড়ে দেওয়া দুই সুপারস্টার ঈশান কিসান এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে যেকোন একজনকে নিতে চলেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি।