Arijit

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে বড়সড় হুমকি দিলেন লুঙ্গি এনগিদি

এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের। অনেকদিন ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে অর্থনৈতিক সমস্যা চলছিল, এরই মধ্যে করোনা এসে সেটা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে গত কয়েক মাসে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের পারফরম্যান্স একেবারেই ভরাডুবি। সব মিলিয়ে ব্যাপক চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

   

এমন পরিস্থিতে দাঁড়িয়ে এই মাসের শেষের দিকে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তবে তার আগের দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নিয়ে বড়সড় বয়ান দিলেন সেদেশেরই তারকা পেস বোলার লুঙ্গি এনগিডি।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর প্রসঙ্গে লুঙ্গি এনগিডি বলেন, ” এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে খারাপ সময় চলছে। তবে আমি মনে করি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে সঠিক দিশা দেখাতে পারে এই সফরই। ইতিমধ্যে আমরা সেই প্রসেস শুরু করে দিয়েছি। আমরা নতুন করে সবকিছু তৈরি করার পদক্ষেপ নিয়েছে। ফলে আমি মনে করি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা ভালো জায়গাতেই থাকবে। সেই সময় আর দূরে নেই যখন দক্ষিণ আফ্রিকা ফের ক্রিকেটে শীর্ষস্থান স্থান দখল করবে।”

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর যাত্রা শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে 26 শে ডিসেম্বর।