Maa serial actress Ashmita Chakraborty will enter Star Jalsha Geeta LLB serial

নতুন চ্যালেঞ্জের মুখে ‘গীতা LLB’! TRP তুলতে ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন ‘ফুলকি’ অভিনেত্রী

পার্থ মান্নাঃ বাংলা বিনোদনের জগতে বর্তমানে বেশ জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘গীতা LLB’। স্টার জলসার এই ধারাবাহিক শুরু থেকেই দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকাতেও (TRP List) প্রথম স্থানে দেখা গেছে ধারাবাহিকটিকে। আসলে ডেকাবোকা চরিত্রের গীতা দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। তবে এবার শোনা যাচ্ছে, এই গল্পে এন্ট্রি নিতে চলেছে আরও একটি নতুন চরিত্র।

টেলিভিশনের একসময়ের জনপ্রিয় খলনায়িকা এন্ট্রি নিতে চলেছে এই সিরিয়ালে। যাকে পর্দায় বহুদিন যাবৎ দেখা যায়নি। ‘গীতা LLB’ সিরিয়ালে দুঁদে উকিল গীতার ডায়লগ বেশ হিট দর্শকমহলে। কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে তার হাত। একের পর এক কেস সে বেশ বুদ্ধি দিয়ে একাই সমাধান করেছে। বাবা না পারলেও সে বাবার মুখ উজ্জ্বল করেছে। নিজেকে দুঁদে উকিল হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে গীতা। তবে কি তাঁর বিরুদ্ধে লড়াই করতেই আসছে নতুন চরিত্র নাকি নতুন কোনো কেসের জন্য?

জানা যাচ্ছে, নতুন যে চরিত্র এই ধারাবাহিকে আসতে চলেছে সেটি হবেএকটি ক্যামিও চরিত্র। গীতার এক নতুন ক্লায়েন্ট হয়েই আসবেন তিনি। কে তিনি? উত্তর হল ঝর্ণা চোধুরী। সে তার স্বামীকে খুঁজে পাচ্ছে না বহু বছর। তাই তিনি গীতার কাছে তার নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার কেস নিয়ে হাজির হবে। তাঁর স্বামীকে খুঁজে দেবে গীতা নাকি হবে নতুন কোনো রহস্যের থেকে পর্দা উন্মোচন? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দাতেই।

প্রসঙ্গত, গল্প অনুযায়ী এর আগে গীতার শ্বশুর অগ্নিজিতের কাছে এই ঝর্ণা চৌধুরী নিজের স্বামীর কেস নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি কোনো সুরাহা করে দিতে পারেননি। তাই বাধ্য হয়েই এবার গীতার কাছে কেস নিয়ে হাজির হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মাধবীলতা অতীত! TRP তালিকায় ঝড় তুলতে আসছে জঙ্গলের মেয়ে ‘রাঙ্গামতি তীরন্দাজ’, রইল প্রোমো

জানলে অবাক হবেন, এই ঝর্ণা চৌধুরীর চরিত্রে অভিনয় করতে চলেছে ‘ফুলকি’ অভিনেত্রী। না না, জি বাংলার ফুলকি ধারাবাহিকের অভিনেত্রী নন। স্টার জলসার ‘মা’ সিরিয়ালে ‘বড় ফুলকি’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীকে। এবার সেই অভিনেত্রীকেই ঝর্ণার চরিত্রে দেখা যেতে চলেছে গীতা LLB তে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X