Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Tomai Chara Ghum Ase Na Maa,তোমায় ছাড়া ঘুম আসে না মা,Jhilik,ঝিলিক,Biltu,বিল্টু,Fulki,ফুলকি,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

anita

‘তোমায় ছাড়া ঘুম আসে না মা! এক ফ্রেমে ঝিলিক-বিল্টু-ফুলকিকে দেখে আবেগপ্রবণ ‘মা’ সিরিয়ালের ভক্তির

নিউজশর্ট ডেস্কঃ বছর বছর কত বাংলা সিরিয়াল (Bengali Serial) যায় আর আসে কিন্তু তারই মধ্যে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও তার রেশ থেকে যায় দর্শকমহলে। প্রিয় চরিত্রদের কিছুতেই ভুলতে পারেন না দর্শক। বাংলা টেলিভিশনের জগতে এমনই একটি জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল স্টার জলসার (Star Jalsha) ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ (Tomai Chara Ghum Ase Na Maa)। টেলিভিশনের পর্দায় একটানা পাঁচ বছর রামরমিয়ে  চলেছিল এই বাংলা সিরিয়াল।

   

আজ পর্যন্ত যার ধরে কাছেও পৌঁছতে পারেনি অন্য কোন সিরিয়াল। এমনকি সম্প্রচার শেষ হওয়ার এত বছর পরেও এই সিরিয়াল এবং এর কলাকুশলীদের নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। এখনও ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়ে যায় এই মা সিরিয়ালের বিভিন্ন দৃশ্য। মা হারা ঝিলিককে (Jhilik) কেন্দ্র করে আবর্তিত হয়েছিল এই সিরিয়ালের গল্প।

মাকে খুঁজতে খুঁজতেই ছোট্ট ঝিলিক বড় হয়ে গিয়েছিল। ধারাবাহিকে ছোট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় শিশু শিল্পী তিথি বসু। যদিও এখন আর তিনি সেই ছোট্টটি নেই। এখন পর্দার সেই ছোট্ট ঝিলিক বেশ বড় হয়ে গিয়েছেন। তবে মা সিরিয়াল শেষ হওয়ার পর এখনও পর্যন্ত ছোট পর্দায় আর কামব্যাক করেননি তিথি।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Tomai Chara Ghum Ase Na Maa,তোমায় ছাড়া ঘুম আসে না মা,Jhilik,ঝিলিক,Biltu,বিল্টু,Fulki,ফুলকি,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

তবে এই ধারাবাহিকে ছোট ঝিলিক ছাড়াও ছিল আরো বেশ কিছু জনপ্রিয় শিশু শিল্পীর চরিত্র। তার মধ্যে যেমন রয়েছে ঝিলিকের ভাই বিল্টু তেমনি রয়েছে বদমাশ ফুলকি (Jhilik Biltu Fulki)। ধারাবাহিকে বিল্টু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আয়ুষ দাস আর ভিলেন ফুলকি চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী ভাবনা বন্দ্যোপাধ্যায়কে।

Maa serial Jhilik Biltu Fulki reunion photos goes viral

এই সিরিয়ালটি শেষ হওয়ার পর ঝিলিকের অনস্ক্রিন ভাই  আয়ুষ আর শত্রু ভাবনা দুজনেই এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন।বড় হওয়ার পর এখন মাঝে মধ্যেই তাদের রিউনিয়ন  করতে দেখা যায়। দুর্গা পুজোতেও তেমনি এই পর্দার ভাই-বোনেরা এক হয়েছিলেন আরো একবার।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Tomai Chara Ghum Ase Na Maa,তোমায় ছাড়া ঘুম আসে না মা,Jhilik,ঝিলিক,Biltu,বিল্টু,Fulki,ফুলকি,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali

সদ্য সোশ্যাল মিডিয়ায় তাঁদের  ফ্রেমবন্দী হওয়ারসেই ছবি ভাইরাল হয়েছে।  সেখানে পাশাপাশি পর্দার ঝিলিক-বিল্টু-ফুলকিকে দেখে বেজায় খুশি হয়েছেন দর্শক পুরনো সিরিয়াল এই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের আবার একসাথে  দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।