বিনোদন,রাজনীতিবিদ,মদন মিত্র,ভাইরাল ভিডিও,রবীন্দ্রসঙ্গীত Entertainment,Politician,Madan Mitra,Viral Video,Rabindra Sangeet

Papiya Paul

জীবন্ত রবি ঠাকুরকে সঙ্গে নিয়েই রবীন্দ্র সঙ্গীত গাইলেন মদন মিত্র! রইল ভিডিও

রাজনীতিবিদ মদন মিত্রের(Madan Mitra) একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে। তিনি বাংলার ‘কালারফুল বয়'(Colourful Boy) হিসেবে পরিচিত। তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র রাজনীতিবিদ বললে ভুল হবে, তিনি একদিকে অভিনেতা অন্যদিকে আবার গায়ক। বরাবরই তার মুখে লেগে থাকে হাসি।

   

রসিকতা ছাড়া কথা বলতে পছন্দ করেন না তিনি। তার মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইতিমধ্যেই তার অসাধারণ জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। কামারহাটির বিধায়ক সব সময় রঙিন জীবনযাত্রা পালন করতে চান। সব উৎসবে তিনি নিজের মতন করে সময় কাটাতে ভালোবাসেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি মিউজিক ভিডিও বানিয়ে ফেলেছেন।

গান গাইতে বরাবরই ভালোবাসেন মদন দা। আর এবার তিনি রবি ঠাকুরের গান গেয়ে ভাইরাল হয়েছেন। দু’দিন আগেই ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হলুদ রঙের পাঞ্জাবি পড়ে হারমোনিয়াম ধরেছেন মদনবাবু। তার গলায় ‘পুরনো সেই দিনের কথা’ গানটি।

আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন জীবন্ত রবীন্দ্রনাথ। ঘাবরাবেন না, এই রবীন্দ্রনাথ হলেন সেই ব্যক্তি যাকে সম্পূর্ণ রবি ঠাকুরের মত দেখতে বলে বহুবার ভাইরাল হয়েছিলেন তিনি। আর এই ভিডিও নিয়ে এখন সরগরম চারদিক। এরা আগেও মদন দার বেশ কিছু গানের ভিডিও ভাইরাল হয়েছিল। বিখ্যাত রাজনীতিবিদ হয়েও পেজ থ্রির পাতায় বরাবরই তাকে নিয়ে খবর হতে দেখা যায়। তার ‘ওহ লাভলী’ ডায়লগ এখন সকলের মুখে মুখে। বিনোদন জগতের নায়িকাদের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভালো।