Madhumita Sarcar Reveals her love relationshop on Maha Ashtami

ঘুচেছে সিঙ্গেলের তকমা, প্রেম করছেন মধুমিতা, সপ্তমীর রাতেই প্রকাশ্যে নাম সহ ছবি

পার্থ মান্নাঃ টলিপাড়ার অভিনেত্রী মধুমিতা সরকারকে (Madhumita Sarcar) নিয়ে নেটপাড়ায় কমবেশি চর্চা লেগেই থাকে। ১৮ বছর বয়স পেরোতেই প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৯ সালে পরিচালক তথা অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে বিয়ে হয়েছিল মধুমিতার। পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে আর নতুন কোনো সম্পর্কে দেখা যায়নি অভিনেত্রীকে।

পুজোতেই প্রেম প্রকাশ্যে আনলেন মধুমিতা

তবে এবহচর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ালেন মধুমিতা। নিজেই জানালেন সেই কথা। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয় মধুমিতা সরকারের প্রেমের কাহিনী। তবে দীর্ঘদিনের লুকোনো প্রেম নয় সদ্যই শুরু হয়েছে প্রেম এমনটাই জানালেন তিনি।

সপ্তমীর রাতে হাতে হাত রেখে একটি ছবি প্রকাশ করেছেন মধুমিতা। সেখানেই দেখা যাচ্ছে নতুন প্রেমিককে। দুজনেই রংমিলান্তি করে পোশাক পড়েছেন, মধুমিতার পরনে কালো শাড়ি তো প্রেমিক মশাইয়ের পরনে কালো শার্ট। ছবির ক্যাপশনে লেখা ‘নতুন শুরু’। ব্যাস বাকিটা বুঝতে আর বাকি থাকে নি।

মধুমিতা সরকারের প্রেমিকের নাম কি?

এবার যেটা জানার আগ্রহ সবার মনে সেটা হল অভিনেত্রীর প্রেমিকের নাম কি? তিন কী অভিনয় জগতেরই লোক? যেমনটা জানা যাচ্ছে প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তবে অভিজয় জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে কি করেন তিনি? সেটা অবশ্য জানা যায়নি। এই প্রসঙ্গে মধুমিতা জানাচ্ছেন, সে কি করে সেটা আপাতত চাপাই থাকুক।

Madhumita Sarcar lover

তাছাড়া নতুন প্রেমের সম্পর্কে জানার পরেই নেটিজেনদের অনেকেই প্রশ্ন রয়েছেন তাহলে কবে সাত পাকে বাঁধা পড়ছেন তারা দুজনে? এর উত্তরে অভিনেত্রী জানান, সবে তো সম্পর্কের শুরু। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি। আপাতত এই টুকুই জানা গিয়েছে। তবে আরেকটা জিনিস যেটা না বললেই নয় সেটা হল ইনস্টাগ্রামে মধুমিতা সহ বেশ কিছু অভিনেত্রী দেবমাল্যকে ফলো করেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X