Madhurima

Moumita

‘এই ইন্ডাস্ট্রিতে আমার কোন গডফাদার নেই’, নিজের অস্তিত্বর লড়াই নিয়ে মুখ খুললেন শিরীন ওরফে মধুমিতা

গ্ল্যামার জগতের হাতছানি উপেক্ষা কারে কাছ সাধ্যি! কমবেশি অমরা সকলেই ঐ দুনিয়ায় যাওয়ার স্বপ্ন দেখে থাকি। তবে চাইলেই তো আর হয়ে যায়না। তার জন্য অনেক লড়াই, অনেক কঠিন রাস্তা পার করতে হয়। আর বর্তমান দিনে চেনাশোনা লোক না থাকলে তো তা আরোই কঠিন হয়ে ওঠে।

তবে ট্যালেন্টের কদর যে একেবারেই নেই তা কিন্তু নয়। এই যেমন মফস্বলের মেয়ে মধুরিমার (Madhurima Basak) কথাই ধরা যাক। না আছে কোনো গড ফাদার (God Father) না আছে কোনো চেনাশোনা, তাও দীর্ঘ ৩ বছর চেষ্টার পর সাফল্য এসে ধরা দিয়েছে তার কাছে।

আর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই জার্নির কথাই তুলে ধরলেন তিনি। মধুরিমা জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে তিনি এসেছিলেন তিন বছর আগে। তবে সঙ্গে সঙ্গে সুযোগ মেলেনি। মাঝে কিছু টুকটাক কাজ করলেও এখন মোটামুটি পছন্দের কাজ পেয়েছেন ‘গুড্ডি’ সিরিয়ালে।

এইমুহুর্তে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘গুড্ডি’ সিরিয়ালের শিরিন চরিত্রে। যদিও এতে মানুষের গালমন্দ ভালোই খাচ্ছেন, তবে এটাই তো তার পাওনা। একজন খলনায়িকাকে যদি মানুষ গালমন্দই না করে তাহলে তার সফলতা কোথায়! পাশাপাশি এখন কাজের পরিধিও বেড়েছে। ইতিমধ্যেই পা রেখেছেন ওয়েব সিরিজের দুনিয়ায়।

আর এতে করে বেড়েছে তার আত্মবিশ্বাসও। অভিনেত্রীর বিশ্বাস, এবার ধীরে ধীরে নিজের পছন্দের চলিত্রটা হয়ত পেয়েই যাবেন। মধুরিমার কথায়, ‘একজন অভিনেত্রী হওয়াটা বোধহয় আমার ডেস্টিনিতে ছিল‌। একটা মফস্বল থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছানোটা সহজ ছিলনা।’

পাশাপাশি তিনি এটাও জানান যে, এই ইন্ডাস্ট্রিতে তার চেনা কেউ নেই। না কোন গড ফাদার, না কোন পরিজন। সাথে আগামীদিনে কিছু নতুন কাজেরও আভাস দিয়েছেন তিনি। মধুরিমার কথায়, ‘আপনারা হয়ত শিরিন দেখে দেখে বিরক্ত হয়ে গেছেন। তবে একটু অপেক্ষা করুন আগামী দিনে নতুন কিছু দেখতে পাবেন।’