Arijit

পাকিস্তানে পেট্রল নেই, টাকা নেই, দেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হাফিজ

পাকিস্তান ক্রিকেট দলের একজন নির্ভীক সৈনিক হচ্ছেন মহম্মদ হাফিজ। তিনি কখনো সত্যি কথা বলতে ভয় পান না। খেলোয়াড় জীবনে বারবার বোর্ডের বিরুদ্ধে সত্য কথা বলতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে খেলার মাঠের বাইরেও তিনি সেই একই ভঙ্গিমায় পালন করছেন।

   

বুধবার টুইটারে সাধারণ মানুষের কথা তুলে ধরলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। পাকিস্তানের শোচনীয় অবস্থার কথা জানালেন এবং প্রশ্ন তুললেন দেশের নেতাদের বিরুদ্ধে।

বুধবার টুইটারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ট্যাগ করে হাফিজ লিখেছেন, ‘লাহোরের কোনও পেট্রল পাম্পে তেল নেই? এটিএমে টাকা নেই? রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কেন সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হবে।’