Arijit

নিষিদ্ধ ইঞ্জেকশন নিয়ে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলেন পাকিস্তানের রিজওয়ান

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। হটাৎই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেমি ফাইনালের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে মহম্মদ রিজওয়ানের খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

   

রিজওয়ান এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি চিকিৎসকরা জানিয়ে ছিলেন তাকে হাসপাতালে আনতে আর কুড়ি মিনিট দেরি হলে কোন বিপদ ঘটে যেতে পারত। তবে হাসপাতালে গিয়েও বারে বারে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা বলছিলেন মোহাম্মদ রিজওয়ান। আর তাই বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট দলের চিকিৎসকরা চরম পদক্ষেপ নিয়েছিলেন।

শেষ পর্যন্ত রিজওয়ানকে সুস্থ করার জন্য আইসিসি-র দ্বারস্থ হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিযুক্ত চিকিৎসকরা। প্রয়োজনীয় অনুমতি নিয়ে আইসিসি-র নিষিদ্ধ তালিকায় থাকা একটি ইঞ্জেকশন দেন রিজওয়ানকে। তারপর সুস্থ হয়ে ওঠে রিজওয়ান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে 52 বলে 67 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।