maharastra govt decides to hike madrasa teachers salary

ভোট বড় বালাই! এক ধাক্কায় ৩ গুণ বাড়ছে মাদ্রাসা শিক্ষকদের বেতন

পার্থ মান্নাঃ সম্প্রতি হরিয়ানা ও জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে। ইতিমধ্যেই ভোটের ফলাফল বেরিয়েছে যেখানে দেখে যাচ্ছে প্রথমে কংগ্রেস এগিয়ে থাকলেও পরবর্তীকালে পুরো ঘুরে গিয়েছে খেলা। হরিয়ানায় তৃতীয়বার বিজেপি সরকার গঠিত হয়েছে । তবে ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভোটে জম্মু কাশ্মীরে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি।

জম্মু কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচনে ৯০টি আসনে ভোট হয়েছিল। যেখানে এনসি বৃহত্তম দল হিসাবে উঠে এল। অবশ্য কংগ্রেসের তুলনায় ভাল রেজাল্ট হয়েছে গেরুয়া শিবিরের। কংগ্রেস যেখানে মাত্র ৬টি আসনে জিতেছে সেখানে ৩২টি আসনে জিতেছে বিজেপি। তবে এবার পাখির চোখ আসন্ন মহারাষ্ট্রের নির্বাচন।

মহারাষ্ট্রে নির্বাচনের প্রস্তুতি

আগামী নভেম্বর মাসের ২৬ তারিখ মেয়াদ পূর্ণ হবে মহারাষ্ট্র সরকারের। তবে তার আগেই রাজ্যে নির্বাচন হবে। যদিও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি এর উপর থেকে মানুষের ভরসা হারিয়েছে এটা স্পষ্ট বুঝতে পারছে NDA সরকার। এর মূল কারণ মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের ফলাফল খুব একটা ভালো হয়নি। তাই জনগণের আশ্বাস পেতে ও হিন্দু ভোট টানতে দেশি গরুকে ‘রাজ্য মাতা’ ঘোষণা করা হয়েছে।

এখানেই শেষ নয়, মহারাষ্ট্রের ধাঙড় সম্প্রদায়কে তপশিলি জনজাতির অন্তর্ভুক্ত করার পাশাপাশি আদিবাসী, OBC ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ৩০০ কোটি বাড়িয়ে আগের সংখ্যালঘু উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ ৭০০ কোটি থেকে বাড়িয়ে ১০০০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। এই আবহেই মাদ্রাসার শিক্ষকদের মাইনেও প্রায় তিন গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। একইসাথে নন ক্রিমি লেয়ারে আয়ের উর্দ্ধসীমা বাড়িয়ে ৮ লক্ষ থেকে ১৫ লক্ষ করে দেওয়া হয়েছে।

বাড়ছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকদের মাইনে

হ্যাঁ ঠিকই দেখছেন! মাদ্রাসার D.Ed প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাইনে প্রায় ৩ গুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত  নিয়েছে শিন্ডে সরকার। আগে যেখানে মটর ৬০০০ টাকা দেয়া হাত সেখানে এখন ১৬,০০০ টাকা বাড়ানো হয়েছে বেতন। অর্থাৎ একধাক্কায় ১০,০০০ টাকা বেড়েছে বেতন। এমনকি B.Ed, B.Sc ও B.Ed প্রশিক্ষণ পাওয়া শিক্ষকদের আগে যেখানে ৮০০০ মেইন দেওয়া হত তাদেরও দশ হাজার টাকা বাড়িয়ে ১৮,০০০ টাকা করে দেওয়া হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X