সদ্যই শুরু হয়েছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক (Bengali Serial) বালিঝড় (Balijhor)। একটু ব্যতিক্রম হেঁটে রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। প্রথম দিকটা হালকা ট্রোলিং-র শিকার হলেও এখন বেশ দর্শকমনে স্থান করে নিয়েছেন মহার্ঘ্য (Maharghya), ঝোড়া (Jhora), স্রোতরা।
আসলে লীনা গাঙ্গুলীর হাত ধরেই মানুষ আবার সৌগুন জুটিকে ফিরে পেয়েছে যে। যদিও এই সিরিয়ালে ঝোড়া (Trina Saha) এবং মহার্ঘ্যের (Kaushik Ganguly) মধ্যে সেই ভালোবাসা নেই। বরং ঝোড়া মন দিয়েছে স্রোতকে। যদিও ভাগ্যচক্রে বিয়েটা ঝোড়া আর মহার্ঘ্যরই হয়েছে।
আসলে স্রোতের মত ছেলের সাথে নিজের মেয়ের প্রেম মেনে নিতে পারেননি তার বাবা তথা নামী রাজনীতিবিদ সমুদ্র সেন। তাই নিজের স্ট্যাটাস এবং রাজনৈতিক কেরিয়ার ঠিক রাখতে মেয়ের বিয়ে দিয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট মহার্ঘ্যের সাথে। বাবার চাপে এবং স্রোতের প্রাণ বাঁচানোর জন্য এই বিয়ে করলেও মন থেকে এই বিয়ে মেনে নিতে পারেনি ঝোড়া।
আর ঠিক সেই কারণেই বিয়ের পরদিন থেকেই কারণে অকারণে মহার্ঘ্যকে নানাভাবে অপমান করে চলেছে সে। তবে এতদিন সবকিছু মুখ বুজে সহ্য করলেও এখন আর তা নয়। শান্ত-ভদ্র মহার্ঘ্যর সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই ঝোড়া অপমান করতেই সেও এবার পাল্টা জবাব দিয়ে দেয় তাকে।
এই যেমন সাম্প্রতিক একটি পর্বে দেখানো হয়েছে মহার্ঘ্য ঝোড়াকে বলে, ‘তোমার মতো মেয়ের জন্য মরতেও চাই না আমি’। একথা শুনে ঝোড়া অবাক হয়ে বলে, ‘আমার মতো মেয়ে বলতে?’ জবাবে মহার্ঘ্য সাফ বলে, ‘তুমি হচ্ছো বাবা-মায়ের আদরে বাঁদর হয়ে যাওয়া একটি মেয়ে যে সভ্যতা জানে না’।
ঝোড়াও এই উত্তর শুনে বেশ খানিকটা থতমত খেয়ে যায়। তবে স্ত্রীকে বাঁদর বললেও তার খেয়াল রাখতে কোনো খামতি রাখেনি মহার্ঘ্য। আর দুজনের এই নোকঝোক দেখেই আপ্লুত দর্শকমহল। দর্শকদের কথায়, এতদিন ঝোড়ার মুখ থেকে ‘ধান্দাবাজ’, ‘লোভী’, ‘শয়তান’এর মতো প্রচুর অপমানজনক কথার একেবারে যোগ্য জবাব দিয়েছে মহার্ঘ্য।