ভারতীয় পাসপোর্ট,নতুন নিয়ম,ভারত সরকার,Indian Passport,New Rules,Indian Government

Moumita

পাসপোর্ট তৈরির নিয়মে বড়ো পরিবর্তন মোদী সরকারের! এবার এক নিমেষেই তৈরি হবে আপনার পাসপোর্ট

যে কোনো দেশেরই নাগরিকত্ব প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথী হলো পাসপোর্ট। যদিও এই পাসপোর্ট পাওয়া কোনো সহজ কাজ নয়। কারণ দিনদিন যেভাবে পাসপোর্টের জন্য আবেদন বাড়ছে তাতে বেড়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের (পিসিসি) চাহিদাও। আর এই দীর্ঘ প্রক্রিয়ার মাঝে পাসপোর্ট পেতে বেশ বেগ পেতে হয় দেশের জনগণকে। তবে এই ঝামেলার এবার অবসান।

   

আসলে পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নয়া নিয়ম এনেছে কেন্দ্র। এতদিন পাসপোর্ট হাতে পাওয়া কম ঝামেলার বিষয় থাকেনি। এমনিই পুলিশ ভেরিফিকেশন একটা বড়ো ঝক্কির বিষয় তার উপর দিনদিন যে হারে পাসপোর্টের জন্য আবেদন বেড়ে চলেছে তাতে এই ঝামেলা আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে। আর ফলস্বরূপ, হঠাৎ খুব প্রয়োজনের সময়ও হাতের কাছে মিলত না পাসপোর্ট।

তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে এই সমস্ত বাধা এবার দূর হবে বলেই ধারণা। মোদী সরকারের জামানায় বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্যানুসারে পাসপোর্ট আবেদনকারীরা দেশের সমস্ত পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) এর জন্য আবেদন করতে পারেন।

অর্থাৎ আগামী ২৮ শে সেপ্টেম্বর থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদনকারীরা সমস্ত পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে (POPSK) অনলাইনে আবেদন করার মতো সুযোগ পাবেন। পাসপোর্ট পাওয়ার জন্য পিসিসি একটি অপরিহার্য কাজ। পুলিশের পিসিসি ইস্যু করতে প্রায়ই সময় লাগে, যার ফলে পাসপোর্ট তৈরি হতে বেশি সময় লাগে। তাই এবার থেকে এই সময় কমে যাবে বলেই ধারণা।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী : ভারতীয় পাসপোর্ট ধারকদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) থাকা আবশ্যক। আবাসিক অবস্থা, চাকরি বা দীর্ঘ সময়ের জন্য ভিসা পেতে হলে এটি গুরুত্বপূর্ণ। তবে ট্যুরিস্ট ভিসায় বিদেশে যেতে পিসিসির প্রয়োজন নেই।