Papiya Paul

কেন্দ্রের পেট্রোল এবং ডিজেলের শুল্ক কমানোর প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি পেট্রোল এবং ডিজেল থেকে আবগারি শুল্ক কমিয়ে দিয়েছে কেন্দ্র। তারপর থেকে বিজেপি শাসিত রাজ্য গুলিও ভ্যাট কমানোর কথা ঘোষণা করে দিয়েছেন। এখন গোটা দেশ তাকিয়ে পশ্চিমবঙ্গ কি সিদ্ধান্ত নেয় তার দিকে। এবার বিধানসভায় এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের বর্ধিত মূল্য থেকে প্রায় ৪ লক্ষ কোটি টাকা আদায় করে নিয়েছে। এবার তারা চাইছে রাজ্যগুলি ভ্যাট কমিয়ে দিক। আমার প্রশ্ন, এত টাকা রাজ্য কোথা থেকে পাবে”?

   

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোলের লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি ১০ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলা কি সিদ্ধান্ত নেয় তা নিয়ে ইতিমধ্যেই বাকযুদ্ধে লিপ্ত হয়েছিল তৃণমূল ও বিজেপি। তবে এবার খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, পাঁচটি রাজ্যের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার ভ্যাট কমিয়েছে। তবে ভোট মিটে গেলেই এই দাম আরো একবার বেড়ে যাবে।

মমতা ব্যানার্জি আরো বলেন, “যারা তেলের দামি এত কথা বলছেন তাদের উত্তর দিতে হবে রাজ্য সরকার এত টাকা কোথায় পাবে? রাজ্যকে কেন্দ্রীয় সরকার তো কোন বকেয়া ফান্ড দিচ্ছে না”।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,” ভবিষ্যতে আমাদের আন্দোলনের তীব্রতা এতটাই বৃদ্ধি হবে যে নবান্নর ওপর তলা থেকেও সেই প্রতিবাদের আওয়াজ শুনতে পাওয়া যাবে”