Mamata Banerjee Special Announcement for identifing Crime 100 prizes and even job will be given to women

মেয়েদের জন্য ১০০ পুরস্কার থেকে চাকরি! পুজোর উদ্বোধনে গিয়ে বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পার্থ মান্নাঃ গোটা বাংলা জুড়ে চলছে উৎসবের মরশুম। আজ দুর্গাপুজোর চতুর্থীতেই চারিদিকে সাজসাজ রব। তবে এবার পুজোর মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ রবিবারেই মহিলাদের জন্য ১০০ পুরস্কার এমনি চাকরি দেওয়ার কথাও জানালেন মমতা। ভাবছেন ব্যাপারটা কি? কি করলে মিলবে সরকারি পুরস্কার থেকে চাকরি? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রবিবার আলিপুরে পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘গ্রেট ষ্টার তো আপনারা, যাঁরা বাড়ি বসেই কাজ করেন। যাঁরা সমাজকে চেনেন আপনাদের বলব আপনারা দায়িত্বটা নিন। বাংলা পুলিশ ও কলকাতা পুলিশ সহ যে মেয়েরা অপরাধীদের ধরে দিতে ও ক্রম আইডেন্টিফাই করে ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য ১০০টা পুরস্কার থাকবে। এমনকি প্রয়োজনে চাকরিও দেওয়া হবে।’

আসলে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, যে রাঁধে সে চুলও বাঁধে। সব কাজ সবার দ্বারা হয় না, ওদের দ্বারা সম্ভব। ওয়েলফেয়ার কমিটির কাছে আমি কৃতজ্ঞ, তারা অনেক কাজ করেছেন অনেক কথা বলতে আসে। কেউ কেউ আবার ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায় চারিদিকে।

১০০ পুরস্কার ও চাকরি দেবে রাজ্য সরকার

তবে পুজোর মুখে পুরস্কার ও চাকরি দেওয়ার ঘোষণাতেই নজর কেড়েছে সকলের। এদিন জোর দিয়েই মমতা বলেন, আমি পুলিশকে বলছি যে মেয়েরা অপরাধী ধরিয়ে দেবে তাদের ১০০ জনকে পুরস্কার দেওয়া হবে। এমনকি প্রয়োহনে চাকরিও দেওয়া হবে। অবশ্য এখানেই শেষ নয়, এরপর পুলিশের কাজের সমালোচনা প্রসঙ্গে প্রবাদ বাকি শুনিয়ে তিনি বলেন, ‘রাজা চলে বাজার, কুত্তা ভৌকে হাজার’।

প্রসঙ্গত, এদিন কুলতলি থেকে জয়নগরের ঘটনা নিয়েও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, ক্রাইম ২ ক্রাইম, এর কেন ধর্ম জাতি হয় না। আমি চাই কুলতলির ঘটনার ক্ষেত্রে ৩ মাসের মধ্যে সব মিটিয়ে দোষীর ফাঁসির সাজা হোক। এরপর অবশ্য বর্তমানে বাংলা সিরিয়ালে নানান ক্রাইম দেখানোকেও ছেড়ে কথা বলেননি মুখ্য়মন্ত্রী। তিন বলেন, যত সিরিয়েল দেখুন, ক্রাইম দেখাচ্ছে। কিসের জন্য দেখানো হচ্ছে ক্রাইম? আমি বলি দেখবেন না।’

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X