Expensive Things

পৃথিবীর ৫ অমূল্য সম্পদ, যা তৈরী করেছে মানুষেরাই, এর মধ্যে দুটি আবার ভারতীয়দের দিয়ে তৈরী, জানেন!

প্রকৃতির মত বড় ইঞ্জিনিয়ার আর কিছু আছে বলে মনে হয়না। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তার সবটাই প্রায় প্রকৃতির দান। তবে প্রকৃতির এইসব দানকে কাজে লাগিয়েই মানুষ একের পর এক অনন্য জিনিস তৈরি করেছে। আজকের প্রতিবেদনে এমনই ৫ টি জিনিস সম্পর্কে জানাবো আপনাদের যেগুলো দেখার জন্য পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে ছুটে যান।

মুকেশ আম্বানির বাড়ির পেইন্টিং : ভারত তথা এশিয়ার অন্যতম সেরা ধনী ব্যক্তিত্ব হলেন মুকেশ আম্বানি। এই ধনকুবেরের বাড়িতে রয়েছে একাধিক মূল্যবান পেইন্টিং। তার বাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে নানা ধরনের সব পেইন্টিং। দামি জিনিসের তালিকায় এই বস্তগুলি থাকবে প্রথম স্থানে।

পৃথিবীর সবথেকে দামি ইয়ট : তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পৃথিবীর সবথেকে দামি সুপ্রিম ইয়ট। সোনা এবং প্লাটিনাম দিয়ে তৈরি এই ইয়টের বর্তমান বাজার দর প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। দেখলে চোখ জুড়িয়ে যায়।

ভিলা লা লিওপোলডা : পৃথিবীর সবচেয়ে দামি প্রাসাদ হল ভিলা লা লিওপোলডা। ইউরোপে অবস্থিত এই রাজপ্রাসাদের ভেতরটা রীতিমত তাক লাগানোর মত। মিডিয়ার খবর, এই প্রাসাদের দাম এখন ৫০৬ মিলিয়ন ডলার। এটিও বিশ্বের সবচেয়ে দামি জিনিসের মধ্যে অন্যতম।

দ্যা কার্ড প্লেয়ার্স : তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সের শিল্পী পল সেজানের হাতে আঁকা ছবি। এই ছবিটি দ্য কার্ড প্লেয়ার্স নামে পৃথিবীর বিখ্যাত। এখন এই ছবির দাম প্রায় ২৭৫ মিলিয়ন ডলার‌।

এন্টিলিয়া : তালিকার সর্বশেষ নামটি হল মুকেশ আম্বানির বাড়ি এন্টিলিয়া। বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মধ্যে অন্যতম হল এটি। এই বাড়িটি মুম্বাইতে অবস্থিত। এই বাড়ির ভেতরে হেলিপ্যাড, সিনেমা হল, স্পা, সাঁলো থেকে শুরু করে কী নেই। এই বাড়ির বর্তমান দাম প্রায় ২ বিলিয়ন ডলার।

Avatar

Moumita

X